
নীলনদ আর পিরামিডের দেশ
১. কোন দেশকে পিরামিডের দেশ বলা হয়?
ক. সুদান খ. সৌদি আরব
গ. ইরান ঘ. মিসর
২. ‘ক্যারাভান’ শব্দটির অর্থ কী?
ক. কাফেলা খ. গাড়ি
গ. উড়োজাহাজ ঘ. মেলা
৩. লেখকদের জাহাজ সুয়েজ বন্দরে পৌঁছল কখন?
ক. সন্ধ্যায় খ. বিকেলে
গ. সকালে ঘ. ভোরে
৪. সৈয়দ মুজতবা আলী কত সালে জন্মগ্রহণ করেন?
ক. ১৯০৪ খ. ১৯০৫
গ. ১৯০৮ ঘ. ১৯১০
৫. সূর্যাস্তের সঙ্গে সঙ্গে কোনটি বেগুনি রং ধারণ করল বলে লেখক উল্লেখ করেছেন?
ক. সুয়েজ বন্দর খ. সুয়েজ খাল
গ. ভূমধ্যসাগর ঘ. নীলাকাশ
৬. লেখকের বর্ণনায় ঘন নীলাকাশ কোনটি মিলে বেগুনি রং ধারণ করল?
ক. সবুজ ও লাল খ. সবুজ ও হলুদ
গ. কালো ও সাদা ঘ. লাল ও নীল
৭. লেখকের বর্ণনায় মন্দমধুর ঠান্ডা হাওয়া কোথা থেকে আসছিল?
ক. পিরামিডের পাহাড় থেকে
খ. নীল নদ থেকে
গ. ভূমধ্যসাগর থেকে
ঘ. সুয়েজ বন্দর থেকে
৮. কত মাইল পেরিয়ে ঠান্ডা হাওয়া আসছে বলে লেখক তাঁর রচনায় উল্লেখ করেছেন?
ক. ১০০ মাইল খ. ৯০ মাইল
গ. ৮০ মাইল ঘ. ৭০ মাইল
৯. সূর্য কোথায় অস্ত গেল বলে লেখক ‘নীল নদ আর পিরামিডের দেশ’ রচনায় উল্লেখ করেছেন?
ক. মরুভূমির পেছনে খ. মরুভূমির সামনে
গ. সুদানের রাস্তায় ঘ. মিসরের রাস্তায়
১০. সৈয়দ মুজতবা আলী কত সালে মৃত্যুবরণ করেন?
ক. ১৯৭৪ সালে খ. ১৯৭৫ সালে
গ. ১৯৭৬ সালে ঘ. ১৯৭৭ সালে
১১. সোনালি বালিতে প্রতিফলিত হয়ে সূর্যরশ্মি কোথায় হানা দিচ্ছিল?
ক. সুদানের মরুভূমিতে খ. তরল জলে
গ. সোনালি বালিতে ঘ. আকাশের বুকে
১২. লেখকের দেখা মরুভূমির কোন রং বদল করছিল?
ক. মরুভূমির সাগর খ. আকাশ
গ. সোনালি বালি ঘ. সূর্যের রশ্মি
১৩. লেখক মরুভূমিতে প্রবেশ করার সময় কোনটি নিষ্প্রভ হয়ে আসছিল?
ক. বিজলি বাতি খ. মরুভূমির শহর
গ. সুয়েজ বন্দর ঘ. নীল নদ
১৪. মরুভূমিতে কোন দৃশ্যটি লেখকের কাছে অদ্ভুত বলে মনে হয়েছে?
ক. সুদানিদের বিচরণ
খ. সুয়েজ বন্দরের দৃশ্য
গ. আকাশের রং পরিবর্তন
ঘ. মরুভূমির চন্দ্রালোক
১৫. ‘সে দৃশ্য বাংলাদেশের সবুজ শ্যামলের মাঝখানে দেখা যায় না’—এখানে কোন দৃশ্যের কথা বলা হয়েছে?
ক. মরুভূমির সূর্যোদয়
খ. মরুভূমির ওপর চন্দ্রালোক
গ. সুয়েজ বন্দরের দৃশ্য
ঘ. আকাশের রং পরিবর্তন
১৬. কায়রোতে যাওয়ার সময় কোন ব্যাপারটি লেখকের কাছে ভুতুড়ে বলে মনে হয়?
ক. মরুভূমির সূর্যোলোকে
খ. মরুভূমির ওপর চন্দ্রালোক
গ. সুয়েজ বন্দরের দৃশ্য
ঘ. আকাশের রং পরিবর্তন
সঠিক উত্তর
নীলনদ আর পিরামিডের দেশ: ১. ঘ ২. ক ৩. ক ৪. ক ৫. ঘ ৬. ঘ ৭. গ ৮. ক ৯. ক ১০. ক ১১. ঘ ১২. খ ১৩. ক ১৪. ঘ ১৫. খ ১৬. খ
বাকি অংশ ছাপা হবে আগামীকাল
আমিনুল ইসলাম, প্রভাষক
উত্তরা মডেল স্কুল, ঢাকা