Thank you for trying Sticky AMP!!

এসএসসি পরীক্ষার প্রস্তুতি: বাংলাদেশ ও বিশ্বপরিচয় | বহুনির্বাচনি প্রশ্ন

অধ্যায় ৪

৬১. বিশ্বের সবচেয়ে বেশি ভূমিকম্পপ্রবণ এলাকা হিসেবে নিচের কোনটি?

ক. মিয়ানমার খ. ইন্দোনেশিয়া

গ. বালি দ্বীপ ঘ. জাপান

৬২. পৃথিবীর ভূত্বক কয়টি বড় বড় টেকটনিক প্লেট দিয়ে গঠিত?

ক. ৮ খ. ১২ গ. ১৬ ঘ. ১৭

৬৩. গ্রীষ্মকালে বাংলাদেশের ওপর দিয়ে কোন মৌসুমি বায়ু প্রবাহিত হয়?

ক. উত্তর–দক্ষিণ খ. দক্ষিণ–পশ্চিম

গ. পূর্ব-দক্ষিণ ঘ. পূর্ব–পশ্চিম

৬৪. কোন মাসে মৌসুমী বায়ুর আগমনের সাথে সাথে বাংলাদেশে বর্ষাকাল শুরু হয়?

ক. এপ্রিল খ. মে

গ. জুন ঘ. জুলাই

৬৫. পৃথিবীর টেকটনিক প্লেটে কয়টি আঞ্চলিক টুকরা আছে?

ক. ৬ খ. ৮ গ. ১০ ঘ. ১২

৬৬. পৃথিবীর সবচেয়ে বেশি ভূমিকম্প হয় কোন অংশে?

ক. প্রশান্ত মহাসাগরীয় অংশে

খ. হিমালয় পর্বত অংশে

গ. আটলান্টিক মহাসাগরীয় অংশে

ঘ. জাপান অংশে

৬৭. কত সালে ফরাসি ইঞ্জিনিয়ারিং কনসোর্টিয়াম বাংলাদেশের ভুমিকম্প বলয়–সংবলিত মানচিত্র তৈরি করে?

ক. ১৮৭৫ খ. ১৯৮৯

গ. ২০০৫ ঘ. ২০১৯

সঠিক উত্তর

অধ্যায় ৪: ৬১. ঘ ৬২. ক ৬৩. খ ৬৪. গ ৬৫. ক ৬৬. ক ৬৭. খ