Thank you for trying Sticky AMP!!

এইচএসসি পরীক্ষার সংশোধিত রুটিন প্রকাশ

এইচএসসি ও সমমানের পরীক্ষা

এ বছরের উচ্চমাধ্যমিক (এইচএসসি) ও সমমানের পরীক্ষার সংশোধিত রুটিন প্রকাশ করা হয়েছে। গতকাল বুধবার ঢাকা মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ড থেকে সংশোধিত রুটিন প্রকাশ করা হয়। তবে পরীক্ষা আগামী ৬ নভেম্বর থেকেই শুরু হচ্ছে।

ঢাকা মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ড প্রকাশিত সংশোধিত রুটিন অনুসারে, এইচএসসি পরীক্ষা আগামী ৬ নভেম্বর থেকে শুরু হবে। এইচএসসি তত্ত্বীয় পরীক্ষা শেষ হবে ১৩ ডিসেম্বর। ব্যবহারিক পরীক্ষা শুরু হবে ১৫ ডিসেম্বর। ২২ ডিসেম্বর শেষ হবে ব্যবহারিক পরীক্ষা।

Also Read: আগামী বছর এসএসসি-এইচএসসি পরীক্ষা হবে সব বিষয়ে

এ বছর এইচএসসিতে সব বিষয়ে পরীক্ষার সময় হবে ২ ঘণ্টা। সকালে পরীক্ষা শুরু হবে বেলা ১১টায়। লিখিত পরীক্ষা শেষ হবে বেলা ১টায়। দুপুরে পরীক্ষা শুরু হবে বেলা ২টায়। চলবে বিকেল ৪টা পর্যন্ত। পরীক্ষা শুরুর ৩০ মিনিট আগে পরীক্ষার্থীদের কেন্দ্রে প্রবেশ করতে হবে।

প্রথমে বহুনির্বাচনী (এমসিকিউ) পরীক্ষা ও পরে সৃজনশীল/রচনামূলক (তত্ত্বীয়) পরীক্ষা অনুষ্ঠিত হবে। এমসিকিউ পরীক্ষার ক্ষেত্রে সময় মাত্র ২০ মিনিট। আর সৃজনশীল পরীক্ষা হবে ১ ঘণ্টা ৪০ মিনিট।

এইচএসসি পরীক্ষার সংশোধিত রুটিন দেখুন এখানে