Thank you for trying Sticky AMP!!

জাতীয় বিশ্ববিদ্যালয়

জাতীয় বিশ্ববিদ্যালয়ের ১ম বর্ষের পরীক্ষার রুটিন প্রকাশ

জাতীয় বিশ্ববিদ্যালয়ের ডিগ্রি পাস ও সার্টিফিকেট কোর্সের প্রথম বর্ষের পরীক্ষার রুটিন-২০২৪ প্রকাশ করা হয়েছে। পরীক্ষা প্রতিদিন বেলা ১টায় শুরু হবে। প্রশ্নপত্রে উল্লেখিত সময় অনুযায়ী শেষ হবে পরীক্ষা। জাতীয় বিশ্ববিদ্যালয়ের এক বিজ্ঞপ্তিতে এসব কথা বলা হয়েছে।

Also Read: তাইওয়ানে বৃত্তি, বিমান–আবাসনের সঙ্গে মাসে ৯৮০০০ টাকা, আবেদন করুন দ্রুত

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, রুটিন অনুযায়ী আগামী ২২ ফেব্রুয়ারি (বৃহস্পতিবার) শুরু হবে পরীক্ষা। পরীক্ষা শেষ হবে ১২ মে। ২২ ফেব্রুয়ারি ইসলামিক স্টাডিজ/অ্যাপ্লাইড হোম ইকোনমিকস/ব্যবস্থাপনা প্রথম পত্রের পরীক্ষা।

কলেজের অধ্যক্ষরা জাতীয় বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট www.nu.ac.bd থেকে কলেজের পাসওয়ার্ড ব্যবহার করে পরীক্ষার্থীদের প্রবেশপত্র ডাউনলোড ও প্রিন্ট করে বিতরণ করবেন। বিতরণের আগে নির্ধারিত স্থানে কলেজের অধ্যক্ষ স্বাক্ষর/ফ্যাক্সিমিলি করবেন। পরীক্ষা শুরুর তিন দিন আগে প্রবেশপত্র বিতরণের কাজ করতে হবে।

জাতীয় বিশ্ববিদ্যালয়ের প্রথম বর্ষের পরীক্ষার রুটিন দেখুন এখানে

Also Read: শিক্ষক-শিক্ষার্থীরা পাবেন অনুদান, আবেদন ৪ ফেব্রুয়ারি থেকে, অর্থ যাবে নগদে