চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (চুয়েট)
চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (চুয়েট)

চুয়েটে প্রথম বর্ষের শিক্ষার্থীদের ওরিয়েন্টেশন ২৬ জুন

চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (চুয়েট)  ২০২৪-২৫ শিক্ষাবর্ষে স্নাতক প্রথম বর্ষে ওরিয়েন্টেশনের তারিখ ঘোষণা করা হয়েছে। আগামী ২৬ জুন সদ্য ভর্তি হওয়া শিক্ষার্থীদের ওরিয়েন্টেশন হবে বলে ভর্তি সংক্রান্ত ওয়েবসাইটে জানানো হয়েছে।

গত ৯ এপ্রিল চুয়েটের ভর্তি প্রক্রিয়া শুরু হয়।

ভর্তি পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের প্রকাশিত মেধাতালিকা অনুযায়ী ৯ ও ২৩ এপ্রিল এবং সর্বশেষ ১৪মে শিক্ষার্থী ভর্তি করা হয়। তৃতীয় ধাপের ভর্তি শেষেও কিছু আসন ফাঁকা রয়েছে বলে প্রথম আলোকে জানিয়েছেন ভর্তি কমিটির সভাপতি চুয়েটের পুর ও পরিবেশ কৌশল অনুষদের ডীন সুদীপ কুমার পাল।

সুদীপ কুমার পাল বলেন, আমরা এখন পর্যন্ত তিন ধাপে ভর্তি নিয়েছি। বর্তমানে ১০-১২ টি আসন ফাঁকা রয়েছে। সেগুলোর জন্য আগামী ১৬ জুন মেধা তালিকার ২৮০১-২৯০০ পর্যন্ত ১০০ জন শিক্ষার্থীকে ভর্তির জন্য ডাকা হবে।

তিনি আরো বলেন, প্রাথমিকভাবে ২৬ জুন প্রথম বর্ষের শিক্ষার্থীদের ওরিয়েন্টেশনের তারিখ নির্ধারণ করা হয়েছে। ওরিয়েন্টেশনের পরদিন থেকেই তাদের ক্লাস শুরু হবে। আসন খালি থাকা সাপেক্ষে ওরিয়েন্টেশনের আগের দিন পর্যন্ত ভর্তি প্রক্রিয়া চলমান থাকবে।

উল্লেখ্য, গত ১ ফেব্রুয়ারি চুয়েটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়। এ বছর বিশ্ববিদ্যালয়টিতে ৯৩১টি আসনে শিক্ষার্থীরা ভর্তির সুযোগ পাচ্ছেন।