Thank you for trying Sticky AMP!!

খুবি শিক্ষার্থীদের জন্য স্বল্পমূল্যে ইন্টারনেট

কোভিড-১৯ মহামারির কারণে স্বাভাবিক শিক্ষাকার্যক্রম ব্যাহত হচ্ছে। ১ সেপ্টেম্বর থেকে খুলনা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ অনলাইনে দ্বিতীয় টার্মের শিক্ষাকার্যক্রম শুরু করেছে। এ পরিপ্রেক্ষিতে শিক্ষার্থীদের অনলাইনে ক্লাসে যুক্ত হওয়ার সুবিধার্থে স্বল্পমূল্যে ইন্টারনেট ব্যবহারের জন্য গ্রামীণফোনের সঙ্গে সমঝোতা করেছে খুলনা বিশ্ববিদ্যালয়।


বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) অধ্যাপক খান গোলাম কুদ্দুস স্বাক্ষরিত প্রেস বিজ্ঞপ্তিতে এ সব তথ্য জানানো হয়।
প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, সমঝোতা অনুযায়ী আগ্রহী শিক্ষার্থীকে গ্রামীণফোনের ১০ (দশ) টাকা মূল্যের একটি সিম কিনতে হবে।

ওই সিম ব্যবহারকারী ২২৫ (দুই শত পঁচিশ) টাকার বিনিময়ে ৩০ দিনে ৩০ জিবি ডেটা ব্যবহার করতে পারবেন। এই ডেটা শুধু একাডেমিক কার্যক্রমসংক্রান্ত কাজে ব্যবহার করা যাবে। এই সিমের মাধ্যমে সরাসরি ডায়াল করে কথা বলা যাবে না।


বিশেষ ওই সিম কিনতে আগ্রহী শিক্ষার্থীদের বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে আপলোড করা গুগল ফরমে (Google Form) পূরণ করতে হবে। ফরমে প্রয়োজনীয় তথ্যাদি আইডি কার্ড/জন্মনিবন্ধনের স্ক্যান কপিসহ ২৪ সেপ্টেম্বরের মধ্যে ওই গুগল ফরম পূরণ করে অনলাইনে জমা দিতে বলা হয়েছে শিক্ষার্থীদের