Thank you for trying Sticky AMP!!

মাউশির মহাপরিচালক অধ্যাপক নেহাল আহমেদ

মাউশির মহাপরিচালক পদে নেহাল আহমেদই থাকছেন

মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের (মাউশি) মহাপরিচালক পদে অধ্যাপক নেহাল আহমেদই থাকছেন। চাকরির স্বাভাবিক মেয়াদ শেষ হওয়ার পর তাঁকে এক বছরের চুক্তি ভিত্তিতে নিয়োগ দিয়েছে সরকার।

এ বিষয়ে আজ বৃহস্পতিবার প্রজ্ঞাপন জারি করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়। ১৩ এপ্রিল অধ্যাপক নেহাল আহমেদের চাকরির স্বাভাবিক মেয়াদ শেষ হয়েছিল। এর আগে ১ এপ্রিল তাঁকে গ্রেড-১ পদে পদোন্নতি দেয় সরকার। এখন অবসর–উত্তর ছুটি ও এ বিষয়ে অন্যান্য সুবিধা স্থগিতের শর্তে আরও এক বছরের জন্য চুক্তিতে নিয়োগ পেলেন তিনি। এই পদ বিসিএস সাধারণ শিক্ষা ক্যাডারের কর্মকর্তাদের সর্বোচ্চ পদ হিসেবে বিবেচিত।

Also Read: গ্রেড-১ পদে পদোন্নতি পেলেন মাউশির মহাপরিচালক

২০২২ সালের জানুয়ারিতে মাউশির মহাপরিচালক (চলতি দায়িত্ব) পদে নিয়োগ পেয়েছিলেন অধ্যাপক নেহাল আহমেদ। তবে যোগ দিয়েছিলেন ওই বছরের ফেব্রুয়ারি মাসে। শিক্ষা প্রশাসনে আলোচনা ছিল, তাঁকেই চুক্তি ভিত্তিতে একই পদে রাখা হবে।

মাউশির মহাপরিচালক হিসেবে নিয়োগ পাওয়ার আগে অধ্যাপক নেহাল আহমেদ মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ডের চেয়ারম্যান এবং ঢাকা কলেজের অধ্যক্ষ হিসেবে দায়িত্ব পালন করেছেন।

Also Read: ২৮ এপ্রিল থেকে শিক্ষাপ্রতিষ্ঠান খোলার প্রস্তুতি, শনিবারেও ক্লাসের পরিকল্পনা

Also Read: পরীক্ষার নাম এসএসসিই থাকবে, বদলাবে ধরন