জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে বাসে ছাত্রীদের আসন সংরক্ষণ, সশরীরে উপস্থিত ছাড়া সিট নয়

জগন্নাথ বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের নিজস্ব পরিবহন
ছবি: আশিকুজ্জামান

জগন্নাথ বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী পরিবহনের বাসগুলোতে ছাত্রীদের জন্য আসন সংরক্ষণ করে দেওয়া হয়েছে। পাশাপাশি সশরীরে উপস্থিত না হয়ে কেউ সিট বুক করে রাখতে পারবে না বলেও নির্দেশনা দিয়েছে বিশ্ববিদ্যালয় পরিবহন প্রশাসন।

আজ সোমবার পরিবহন দপ্তরের প্রশাসক অধ্যাপক সিদ্ধার্থ ভৌমিক স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এসব নির্দেশনা দেওয়া হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, শিক্ষার্থী বহনকারী নিজস্ব সিলভার (রুপালি) রঙের একতলা বাসের সামনের দ্বিতীয় সারি হতে পঞ্চম সারি পর্যন্ত দুই পাশের সব আসন ছাত্রীদের জন্য বরাদ্দ থাকবে। বিআরটিসির লাল রঙের দ্বিতল বাসের নিচের তলায় ছাত্রীরা অবস্থান করবে ও ওপর তলায় ছাত্ররা অবস্থান করবে।

বিজ্ঞপ্তিতে নির্দেশনা দেওয়া হয়েছে, শিক্ষার্থীরা বই, খাতা, ব্যাগ বা রুমাল রেখে কোনো আসন দখল করতে পারবেন না। আগে এলে আগে বসা সাপেক্ষে বাসে কোনো সিনিয়র-জুনিয়র হিসাবে বসা বা দাঁড়ানো যাবে না। পাশাপাশি বাসে কোনো কমিটি গঠন করা যাবে না।