শিক্ষা মন্ত্রণালয়
শিক্ষা মন্ত্রণালয়

বিদেশগামী শিক্ষার্থীদের সনদ অনলাইনে সত্যায়ন যেভাবে

বিদেশগামী শিক্ষার্থীদের এসএসসি ও এইচএসসি পরীক্ষার সনদ, একাডেমিক ট্রান্সক্রিপ্ট, নম্বরপত্র যাচাই ও সত্যায়নের কাজ শুরু হয়েছে অনলাইনে। এই কার্যক্রমকে ত্বরান্বিত করতে গতকাল বুধবার (১১ ডিসেম্বর) শিক্ষা মন্ত্রণালয়ের ভেরিফায়েড ফেসবুকে পেজে এক পোস্টে এ–সংক্রান্ত লিংকের কুইক রেসপন্স কোড (কিউআর) প্রকাশ করা হয়েছে।

বিদেশগামী শিক্ষার্থীদের সার্টিফিকেট সত্যায়ন অনলাইনের মাধ্যমে সম্পাদন করা হচ্ছে। ওয়েবসাইটে অনলাইন আবেদনের মডিউলে প্রবেশ করে আবেদন সম্পন্ন করা যাচ্ছে।

এর আগে বিদেশগামীদের ভোগান্তি কমাতে পাবলিক পরীক্ষার সার্টিফিকেট সত্যায়নও অনলাইনে করার সিদ্ধান্ত নেয় সরকার। গত ১ অক্টোবর থেকে এ কার্যক্রম শুরু হয়। এর ফলে সনদের মূল কপি নিয়ে আর ছুটতে হয় না শিক্ষা মন্ত্রণালয়ে।

বিদেশ যেতে অনেক ডকুমেন্ট ভেরিফিকেশন করতে হয়। শিক্ষাসংক্রান্ত সনদ হলে প্রথমে শিক্ষা মন্ত্রণালয়, পরে পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে সত্যায়িত করতে হয়। এরপর সংশ্লিষ্ট দেশের দূতাবাস সত্যায়িত করে। তারপর ওই দেশে কার্যকর হয়। যেসব দেশের দূতাবাস বাংলাদেশে নেই, দিল্লিতে গিয়ে ওই সব দেশের দূতাবাসে সনদ জমা দিয়ে সত্যায়িত করতে হয়। এতে বিরাট জটিলতার মধ্যে পড়তে হয়।

প্রসঙ্গত, বিদেশগামী শিক্ষার্থীদের সনদ সত্যায়নের ভোগান্তি কমাতে দুই বছর আগে শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগে ‘ওয়ান স্টপ সার্ভিস’ নামে একটি সেবা চালু করা হয়েছিল। অনলাইনে সত্যায়ন শুরুর ফলে সেই সার্ভিসের আর প্রয়োজন হচ্ছে না।