বাংলাদেশি অধ্যাপক আক্তারুজ্জামান
বাংলাদেশি অধ্যাপক আক্তারুজ্জামান

সিডনিতে বিশ্বসেরা গবেষকদের তালিকায় বাংলাদেশি অধ্যাপক আক্তারুজ্জামান

সিডনিতে অস্ট্রেলিয়ান ক্যাথলিক ইউনিভার্সিটির (এসিইউ) সহযোগী অধ্যাপক মো. আক্তারুজ্জামান ফিন্যান্স গবেষণায় দুটি সম্মানজনক আন্তর্জাতিক স্বীকৃতি অর্জন করেছেন। তিনি স্ট্যানফোর্ড বিশ্ববিদ্যালয় ও এলসেভিয়ার কর্তৃক প্রকাশিত বিশ্বের শীর্ষ ২ শতাংশ গবেষকের তালিকায় স্থান পেয়েছেন এবং ‘দ্য অস্ট্রেলিয়ান’ পত্রিকার বিচারে অস্ট্রেলিয়ার সেরা ফিন্যান্স গবেষকদের একজন হিসেবেও স্বীকৃতি লাভ করেছেন।

সহযোগী অধ্যাপক আক্তারুজ্জামানের গবেষণার প্রধান ক্ষেত্রগুলোর মধ্যে রয়েছে টেকসই ও সবুজ অর্থায়ন, ইএসজি এবং ঝুঁকি ব্যবস্থাপনা। তাঁর গবেষণা থেকে প্রাপ্ত তথ্য সরকারি নীতি নির্ধারণ ও আর্থিক খাতের অনুশীলনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে তার এই দ্বৈত স্বীকৃতি বিশ্বমঞ্চে বাংলাদেশি শিক্ষাবিদদের অসামান্য দক্ষতারই প্রতিফলন বলে বিশেষজ্ঞরা জানান। বর্তমানে তিনি সিডনির অস্ট্রেলিয়ান ক্যাথলিক ইউনিভার্সিটির (এসিইউ) পিটার ফেবার বিজনেস স্কুলে কর্মরত ।