Thank you for trying Sticky AMP!!

ইন্টার্ন চিকিৎসকদের ভাতা ৫ হাজার বাড়ানোর ঘোষণা, কার্যকর ১ এপ্রিল থেকে

ইন্টার্ন চিকিৎসকদের ভাতা বাড়ানো হয়েছে। পাঁচ হাজার টাকা বাড়িয়ে ইন্টার্ন চিকিৎসকদের ভাতা ২০ হাজার করেছে সরকার। এ ভাতা চলতি মাসের ১ তারিখ থেকে কার্যকর হবে। ১ এপ্রিলের পূর্বের বকেয়া ভাতা নির্ধারিত হারে প্রাপ্য হবেন ইন্টার্ন চিকিৎসকেরা। স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রণালয়ের সেবা বিভাগের এক চিঠিতে সম্প্রতি এসব কথা জানানো হয়েছে।

স্বাস্থ্যসেবার চিঠিতে বলা হয়েছে, ‘চলতি ২০২৩-২৪ অর্থবছরের সংশোধিত বাজেটে স্বাস্থ্যসেবা বিভাগের সাধারণ থোক বরাদ্দ খাতে বরাদ্দ করা টাকার অব্যয়িত অর্থ হতে ভর্তি করা ছাত্রছাত্রীর সংখ্যা বিবেচনায় (৪ হাজার ৭০০ জন) মাসিক ভাতা ৫,০০০ টাকা বৃদ্ধি করে ২০,০০০ টাকায় উন্নীত করা হলো।

Also Read: ইন্টার্ন চিকিৎসকদের কর্মবিরতি প্রত্যাহার স্বাস্থ্যমন্ত্রীর আশ্বাসে

এ জন্য কিছু শর্তের কথা বলা হয়েছে—
শর্তাবলি হলো
১.
এ অর্থ ব্যয়ের ক্ষেত্রে যাবতীয় আর্থিক বিধিবিধান যথাযথভাবে অনুসরণ করতে হবে;
২.
এ অর্থ ব্যয়ের ক্ষেত্রে ভবিষ্যতে কোনো অনিয়ম উদ্‌ঘাটিত হলে সংশ্লিষ্ট বিল পরিশোধকারী কর্তৃপক্ষ দায়ী থাকবে;
৩.
এ অর্থ ইন্টার্ন চিকিৎসকদের ভাতা পরিশোধ ব্যতীত অন্য কোনো কাজে ব্যয় করা যাবে না;

Also Read: ইউনিভার্সিটি কলেজ লন্ডনে বৃত্তি, নিম্ন বা নিম্নমধ্যম দেশে শিক্ষার্থীদের সুযোগ

৪.
এ অর্থ চলতি ২০২৩-২৪ অর্থবছরের সংশোধিত বাজেটে সংশ্লিষ্ট খাতে প্রতিফলন করতে হবে;
৫.
এ বিষয়ে প্রশাসনিক মন্ত্রণালয় কর্তৃক সব আনুষ্ঠানিকতা প্রতিপালনপূর্বক সরকারি আদেশ (জি, ও) জারি করে ৪ (চার) কপি পৃষ্ঠাঙ্কনের জন্য অর্থ বিভাগে প্রেরণ করতে হবে;
৬.
প্রাপ্যতা নিশ্চিত হয়ে ভাতা পরিশোধ করতে হবে এবং
৭.
১/৪/২০২৪ থেকে এ বর্ধিত হার কার্যকর হবে এবং এ তারিখের পূর্বের বকেয়া ভাতা ইতিপূর্বে নির্ধারিত হারে প্রাপ্য হবেন।

Also Read: উচ্চশিক্ষায় বিদেশে যেতে প্রস্তুতি কেমন, জেনে নিন ধাপগুলো