Thank you for trying Sticky AMP!!

এমপিওভুক্ত সব শিক্ষাপ্রতিষ্ঠান জাতীয়করণের দাবি

শ্রেণিকক্ষে পাঠদান করছেন এক শিক্ষক

এমপিওভুক্ত (বেতন বাবদ মাসিক অনুদানপ্রাপ্ত) সব বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠান জাতীয়করণের দাবি জানিয়েছে বাংলাদেশ কলেজশিক্ষক সমিতি (বাকশিস) ও বাংলাদেশ অধ্যক্ষ পরিষদ (বিপিসি)। গতকাল মঙ্গলবার রাজধানীর মিরপুরে সংগঠনের কার্যালয়ে অনুষ্ঠিত আলোচনা সভা ও ইফতার মাহফিলে শিক্ষকনেতারা এই দাবি করেন।

আলোচনায় প্রধান বক্তা ছিলেন অধ্যক্ষ পরিষদের সভাপতি মোহাম্মদ মাজহারুল ইসলাম হান্নান। তিনি বলেন শিক্ষার গুণগত মান উন্নয়নের লক্ষ্যে সরকারি-বেসরকারি বৈষম্য দূর করা সময়ের দাবি। এ জন্য সুষ্ঠু পরিকল্পনার মাধ্যমে পর্যায়ক্রমে দেশের সব এমপিওভুক্ত বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠান জাতীয়করণের কোনো বিকল্প নেই। আসন্ন ঈদের আগেই সরকারি শিক্ষক-কর্মচারীদের মতো বেসরকারি শিক্ষক-কর্মচারীদেরও শতভাগ উৎসব ভাতা দেওয়ার দাবি জানান তিনি।

সংগঠনের সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয় বাংলাদেশ কলেজশিক্ষক সমিতির সভাপতি ইসহাক হোসেনের সভাপতিত্বে আলোচনায় সভায় বক্তব্য দেন শিক্ষকনেতা মুজিবুর রহমান হাওলাদার, এ কে এম আবদুল্লাহ প্রমুখ।