ঢাকা বিশ্ববিদ্যালয়
ঢাকা বিশ্ববিদ্যালয়

ঢাবি সিন্ডিকেটের ৯ সদস্যের সদস্যপদ চালিয়ে না যাওয়ার বিষয়ে রাষ্ট্রপতির সম্মতি

ঢাকা বিশ্ববিদ্যালয় সিন্ডিকেটের সদস্যদের মধ্যে নয়জনের সদস্যপদ চালিয়ে না যাওয়ার বিষয়ে বিশ্ববিদ্যালয়ের প্রস্তাবে সম্মতি দিয়েছেন রাষ্ট্রপতি। বৃহস্পতিবার শিক্ষা মন্ত্রণালয় থেকে প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়।

সিন্ডিকেটের ওই নয়জন সদস্য হলেন মো. আবদুস ছামাদ, মো. মাসুদুর রহমান, মো. নিজামুল হক ভূইয়া, আবু হোসেন মুহম্মদ আহসান, মোহাম্মদ শরিফ উল ইসলাম, মাহিন মোহিদ, এস এম বাহালুল মজনুন, সীতেশ চন্দ্র বাছার ও রামেন্দু মজুমদার।

বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২ জানুয়ারি ঢাকা বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট সভায় নেওয়া সিদ্ধান্তের আলোকে সিন্ডিকেটের নয়জন সদস্যের সদস্যপদ চালিয়ে না যাওয়ার বিষয়ে প্রস্তাব করেছিল বিশ্ববিদ্যালয়। ওই প্রস্তাবে রাষ্ট্রপতি সম্মতি দিয়েছেন।