Thank you for trying Sticky AMP!!

অস্ট্রেলিয়ার গ্র্যাজুয়েট রিসার্চ স্কলারশিপ, বিনা মূল্যে পড়ার সঙ্গে ৩৪৪০০ ডলার আবাসন ভাতা

সরকারি-বেসরকারি নানা বৃত্তি নিয়ে অনেক বাংলাদেশি শিক্ষার্থী অস্ট্রেলিয়ায় পড়াশোনা করছেন। দেশটির বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে নিজস্ব শিক্ষাবৃত্তি আছে। তেমনই একটি স্কলারশিপ ‘গ্র্যাজুয়েট রিসার্চ স্কলারশিপ’। এটি দেশটির মেলবোর্ন বিশ্ববিদ্যালয় দেয়।

এ স্কলারশিপের আওতায় বিদেশি শিক্ষার্থীদের বিনা মূল্যে স্নাতকোত্তর এবং পিএইচডিতে পড়ার সুযোগ দিচ্ছে অস্ট্রেলিয়ার বিশ্ববিদ্যালয়টি। বাংলাদেশসহ যেকোনো দেশের শিক্ষার্থীরা এ স্কলারশিপের জন্য আবেদন করতে পারবেন। আবেদনের শেষ সময় ৩১ অক্টোবর।

সুযোগ-সুবিধাগুলো—

  • সম্পূর্ণ টিউশন ফি প্রদান করবে

  • প্রতিবছর আবাসন ভাতা হিসেবে ৩৪ হাজার ৪০০ ডলার মিলবে

  • আন্তর্জাতিক শিক্ষার্থীদের স্থানান্তর অনুদান হিসেবে ৩০০০ ডলার প্রদান করবে

  • স্বাস্থ্যবিমাও মিলবে

যোগ্যতাসমূহ—

  • স্নাতকোত্তরের জন্য স্নাতক এবং পিএইচডির জন্য স্নাতকোত্তর পাশ হতে হবে;

  • একাডেমিক ফলাফল ভালো হতে হবে;

  • ইংরেজি ভাষায় দক্ষ হতে হবে;

Also Read: জার্মানিতে ডাড স্কলারশিপে পড়াশোনা, মাসিক ভাতা–বিমান টিকিট–বাড়িভাড়াসহ নানা সুবিধা

আবেদনপ্রক্রিয়া
আবেদনকারী মেলবোর্ন বিশ্ববিদ্যালয়ে গ্র্যাজুয়েট রিসার্চ কোর্সের জন্য নির্বাচিত হওয়ার পর স্নাতক অথবা পিএইচডির জন্য গবেষণা ডিগ্রিতে আবেদন করেন, তাহলে স্বয়ংক্রিয়ভাবে গ্র্যাজুয়েট রিসার্চ স্কলারশিপের জন্য বিবেচনা করা হবে।

স্কলারশিপ সম্পর্কে বিস্তারিত জানতে এবং আবেদনের পদ্ধতি সম্পর্কে জানতে ক্লিক করুন।

Also Read: কাতার ইউনিভার্সিটিতে বৃত্তি, মাসে ৫০০ কাতারি রিয়েল, আবাসন ও বিমান টিকিট

Also Read: অক্সফোর্ডের ক্ল্যারেন্ডন স্কলারশিপ, বিনা বেতনের সঙ্গে মিলবে ১৭৬৬৮ পাউন্ড