দিনাজপুরে বিশেষ ‘উদ্যোক্তা উন্নয়ন’ কোর্সের প্রশিক্ষণ আয়োজিত হবে। সম্পূর্ণ বিনা মূল্যে ২৫ জন এ উদ্যোক্তা উন্নয়ন প্রশিক্ষণ পাবেন।
বাংলাদেশ ব্যাংকের এসএমই অ্যান্ড স্পেশাল প্রোগ্রামস ডিপার্টমেন্টের বাস্তবায়ন করা শিল্প প্রতিযোগিতামূলক এবং উদ্ভাবন প্রোগ্রামের জন্য দক্ষতা (এসআইসিআইপি) প্রকল্পের আওতায় এই প্রশিক্ষণ আয়োজন করা হবে। এ উদ্যোগে সহায়তা করছে আইডিএলসি ফাইন্যান্স।
উদ্যোক্তা উন্নয়নবিষয়ক প্রশিক্ষণ কোর্সটির মেয়াদ হবে এক মাস। সময় ১০০ ঘণ্টা। এ উদ্যোক্তা উন্নয়ন প্রশিক্ষণটি দেওয়া হবে সম্পূর্ণ বিনা মূল্যে।
প্রশিক্ষণটি হবে দিনাজপুরে। আইডিএলসির তত্ত্বাবধানে ২৫ প্রশিক্ষণার্থীকে বিনা মূল্যে প্রশিক্ষণ দেওয়া হবে। সপ্তাহে ৫ দিন করে মোট ২০ দিনের, ১০০ ঘণ্টার প্রশিক্ষণ হবে। এতে বিজনেস মডেল ডেভেলপমেন্টের ওপর বিশেষ দিকনির্দেশনা দেওয়া হবে। বিনিয়োগ ও অর্থায়নসংক্রান্ত বিভিন্ন বিষয়েও সহযোগিতা করা হবে। সাক্ষাৎকার ও বিজনেস ফিজিবিলিটি প্রতিবেদনের ভিত্তিতে প্রশিক্ষণার্থীদের নির্বাচন করা হবে।
প্রশিক্ষণার্থীদের ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা হতে হবে এইচএসসি বা সমমান পাস।
বয়স সর্বনিম্ন ২২ থেকে সর্বোচ্চ ৫৫ বছর।
যাঁরা ব্যবসা শুরুর সিদ্ধান্ত নিয়েছেন বা যাঁদের ব্যবসায়ের ধারণা ও পরিকল্পনা আছে কিন্তু দিকনির্দেশনা প্রয়োজন বা যাঁদের ব্যবসা চালু আছে কিন্তু সহযোগিতা প্রয়োজন।
প্রশিক্ষণার্থীদের নিজ নিজ একাডেমিক সার্টিফিকেট ও মার্কশিট আইডিএলসিতে জমা দিতে হবে।
প্রশিক্ষণ নিতে আগ্রহীদের বাংলাদেশ ব্যাংকের ওয়েবসাইটের SME Portal/SICIP ট্যাব থেকে Business Feasibility Report Template ডাউনলোড করে পূরণ করতে হবে। পূরণ করা ফরম সংযুক্তিসহ স্ক্যান করে SICIP.IDLC@idlc.com ই-মেইলে পাঠাতে হবে। আবেদন যাচাই–বাছাই শেষে যোগ্য প্রার্থীদের সঙ্গে যোগাযোগ করা হবে।