বাংলাদেশ বিজ্ঞান একাডেমি-প্রফেসর ইমেরিটাস ডা. সুলতান আহমেদ চৌধুরী সায়েন্টিফিক ট্যালেন্ট নার্চার ফান্ড স্টাইপেন্ড-২০২৪–এর আওতায় বিভিন্ন শ্রেণির মেধাবী ও দরিদ্র ছাত্রছাত্রীদের অনুপ্রেরণামূলক অনুদান বা বৃত্তি প্রদান করা হবে।
১. নবম, দশম, একাদশ ও দ্বাদশ বিজ্ঞান বিভাগে পড়াশোনা করা ছাত্রছাত্রীরা আবেদন করতে পারবে।
২. সদ্য ভর্তি হওয়া ছাত্রছাত্রী হতে হবে।
৩. আবেদনকারী ছাত্রছাত্রীদের অবশ্যই মেধাবী ও দরিদ্ররা আবেদন করতে পারবে।
১. নবম ও দশম শ্রেণির প্রার্থীকে বিগত বার্ষিক পরীক্ষায় শতকরা ৮০% নম্বর বা জিপিএ–৫.০০ পেতে হবে।
২. একাদশ শ্রেণির প্রার্থীকে বিগত এসএসসি পরীক্ষায় চতুর্থ বিষয় বাদে শতকরা ৮০% নম্বর বা জিপিএ–৫.০০ পেতে হবে।
৩. শতকরা ৮০ নম্বর প্রাপ্তির কাগজপত্র।
১. নবম ও দশম ছাত্রছাত্রীদের বৃত্তি দেওয়া হবে এক হাজার টাকা,
২. একাদশ ও দ্বাদশ শ্রেণির ছাত্রছাত্রীদের ১২০০ টাকা বৃত্তি দেওয়া হবে।
৩. সব শ্রেণির ছাত্রছাত্রীদের দেওয়া হবে এক বছরের জন্য।
১. শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধান শিক্ষক বা অধ্যক্ষের মাধ্যমে বাংলাদেশ বিজ্ঞান একাডেমির ওয়েবসাইটে আবেদনপত্র পূরণ করতে হবে।
২. বাংলাদেশ বিজ্ঞান একাডেমির ওয়েবসাইটে আবেদনপত্র পূরণ করতে হবে:
৩. আবেদন করার শেষ তারিখ: ২০ মে ২০২৫।
৪. আবেদনপত্র যে ঠিকানায় নির্দিষ্ট সময়ের মধ্যে পৌঁছাতে হবে: সচিব, বাংলাদেশ বিজ্ঞান একাডেমি, জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি কমপ্লেক্স (৪র্থ তলা), আগারগাঁও, ঢাকা।
*বিস্তারিত তথ্য জানতে ওয়েবসাইট