মানিকগঞ্জ জেলা পরিষদ ২০২৪-২৫ অর্থবছরে মানিকগঞ্জ জেলার দরিদ্র ও মেধাবী শিক্ষার্থীদের এককালীন ছাত্রবৃত্তি দেবে। যেসব শিক্ষার্থী ২০২৪ সালে এসএসসি ও এইচএসসি অথবা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হয়েছেন, তাঁরা এই বৃত্তির জন্য জেলা পরিষদের নির্ধারিত ফরমে আবেদন করতে পারবেন।
শিক্ষাগত যোগ্যতা—
আবেদনকারী শিক্ষার্থীদের এসএসসি ও এইচএসসি অথবা সমমান পরীক্ষায় বিজ্ঞান বিভাগে জিপিএ ৫.০০, বাণিজ্য বিভাগে ৪.৭৫ এবং মানবিক বিভাগে ৪.৫০ থাকতে হবে। স্নাতক প্রথম বর্ষ পর্যায়ে পড়াশোনা করা শিক্ষার্থীদের এসএসসি ও এইচএসসি উভয় পরীক্ষায় বিজ্ঞান বিভাগে জিপিএ ৫.০০, বাণিজ্য বিভাগে ৪.৭৫ এবং মানবিক বিভাগে ৪.৫০ থাকতে হবে। বীর মুক্তিযোদ্ধার পোষ্য প্রার্থীদের ক্ষেত্রে জিপিএ ৪.০০ ও প্রতিবন্ধী প্রার্থীদের ক্ষেত্রে জিপিএ ২.৫০ থাকতে হবে।
শর্ত
১. আবেদনকারীদের অবশ্যই মানিকগঞ্জ জেলার স্থায়ী বাসিন্দা ও সরকার অনুমোদিত শিক্ষাপ্রতিষ্ঠানে পড়াশোনা করা শিক্ষার্থী হতে হবে;
২. প্রধান নির্বাহী কর্মকর্তা, জেলা পরিষদ, মানিকগঞ্জ বরাবর আবেদন করতে হবে;
৩. বীর মুক্তিযোদ্ধার পোষ্য প্রমাণের জন্য সংশ্লিষ্ট মুক্তিযোদ্ধার কেন্দ্রীয় কমান্ড কাউন্সিল বা মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয় থেকে প্রাপ্ত সনদের সত্যায়িত কপি এবং মুক্তিযোদ্ধার সঙ্গে সম্পর্ক প্রমাণের জন্য সংশ্লিষ্ট ইউনিয়ন পরিষদ চেয়ারম্যানের প্রত্যয়নপত্র, প্রতিবন্ধীদের ক্ষেত্রে সংশ্লিষ্ট সরকারি কার্ড প্রদত্ত প্রতিবন্ধী প্রমাণের সনদের সত্যায়িত কপি দাখিল করতে হবে;
৪. ২০২৪ সালের উত্তীর্ণ ছাত্র ও ছাত্রী যাঁরা এখনো কোনো শিক্ষাপ্রতিষ্ঠানে ভর্তি হতে পারেননি তাঁরা সর্বশেষ শিক্ষাপ্রতিষ্ঠান প্রধানের সুপারিশসহ আবেদন করতে পারবেন;
৫. আবেদনকারীর নিজ হাতে লিখিত নির্ধারিত আবেদন ফরম, সর্বশেষ শিক্ষাপ্রতিষ্ঠান প্রধানের সুপারিশসহ জেলা পরিষদ কার্যালয়ে জমা দিতে হবে;
৬. অসম্পূর্ণ আবেদনপত্র বাতিল করা হবে এবং বৃত্তি প্রদানের বিষয়ে মানিকগঞ্জ জেলা পরিষদের সিদ্ধান্ত চূড়ান্ত।
৭. আবেদন ফরম ও বৃত্তিসংক্রান্ত বিস্তারিত তথ্য পাওয়া যাবে মানিকগঞ্জ জেলা পরিষদের ওয়েবসাইট ও মানিকগঞ্জ জেলা পরিষদ কার্যালয়ে।
আবেদনপত্রের সঙ্গে যা জমা দিতে হবে
১. এসএসসি ও এইচএসসি অথবা সমমান পরীক্ষার নম্বরপত্রের সত্যায়িত ফটোকপি, সদ্য তোলা পাসপোর্ট সাইজের ছবি এক কপি, যা প্রথম শ্রেণির গেজেটেড কর্মকর্তা (নামসহ সিল) বা অধ্যয়নরত প্রতিষ্ঠান প্রধান বা বিভাগীয় প্রধান কর্তৃক সত্যায়িত হতে হবে;
২. মানিকগঞ্জ জেলার স্থায়ী বাসিন্দা প্রমাণের ক্ষেত্রে সংশ্লিষ্ট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বা পৌরসভার মেয়র কর্তৃক নাগরিকত্ব সনদের মূল কপি দাখিল করতে হবে।
আবেদনপত্র জমা দেওয়ার শেষ তারিখ: ৩০ জুন ২০২৫।