Thank you for trying Sticky AMP!!

তুরস্কে বিনা খরচে ইন্টার্নশিপের সুযোগ

বিনা খরচে বিদেশি শিক্ষার্থীদের ইন্টার্নশিপের সুযোগ দিচ্ছে তুরস্কের ‘ইউনিয়ন অব মিউনিসিপ্যালিটিস অব তুর্কি’। ‘ইন্টারন্যাশনাল লোকাল অথরিটিজ ইন্টার্নশিপ’–এর আওতায় নির্বাচিত শিক্ষার্থীদের এ ইন্টার্নশিপের সুযোগ দেওয়া হবে।

Also Read: সিঙ্গাপুরের বিশ্ববিদ্যালয়ে বিনা মূল্যে পড়ার সুযোগ

এটি একটি আন্তর্জাতিক ইন্টার্নশিপ প্রোগ্রাম। ২০১২ সালে শুরু হয়েছে এ ইন্টার্নশিপ। আইন, অর্থনীতি, নগর বা আঞ্চলিক পরিকল্পনা, সমাজবিজ্ঞান, পরিসংখ্যান, যোগাযোগ, রাষ্ট্রবিজ্ঞান, আন্তর্জাতিক সম্পর্ক নিয়ে স্নাতক শেষ বর্ষে অধ্যয়নরত অথবা সদ্য গ্র্যাজুয়েশন শেষ করা শিক্ষার্থীরা ইন্টার্নশিপের জন্য আবেদন করতে পারবেন। ইন্টার্নশিপে আবেদনের জন্য ইংরেজিতে ভালো দক্ষতাসহ নানা যোগ্যতা থাকতে হবে। এ ইন্টার্নশিপ এক সপ্তাহের।

Also Read: সিঙ্গাপুরের বিশ্ববিদ্যালয়ে বিনা মূল্যে পড়ার সুযোগ

আবেদন শেষ কবে

আবেদন করা যাবে আগামী ১৬ জুন পর্যন্ত।

ইন্টার্নশিপ কবে

আগামী ২০ আগস্ট থেকে ২৭ আগস্ট তুরস্কে ইন্টার্নশিপ অনুষ্ঠিত হবে।

আবেদন প্রক্রিয়া

অনলাইনে আবেদন করতে পারবেন আগ্রহী প্রার্থীরা। আবেদন করতে ক্লিক করুন এখানে ।  
‘ইউনিয়ন অব মিউনিসিপ্যালিটিস অব তুর্কি’ ইন্টার্নশিপের বিস্তারিত দেখুন এখানে