Thank you for trying Sticky AMP!!

স্মার্ট টিভি আনছে অপো

নতুন প্রযুক্তিপণ্য আনছে অপো

স্মার্টফোন নির্মাতা হিসেবেই বেশি পরিচিত চীনের অপো। তারা সম্প্রতি ট্রুলি ওয়্যারলেস এয়ারবাডও এনেছে। এবারে তারা ঢুকতে যাচ্ছে টিভির রাজ্যে। বাজার বিশ্লেষকেরা মনে করছেন, স্মার্ট টিভির বাজার এখন মোবাইল ব্র্যান্ডগুলোর কাছে জনপ্রিয় বিভাগ হতে পারে।

অপো সম্প্রতি আনুষ্ঠানিকভাবে স্মার্ট টিভি বাজারে আনার ঘোষণা দিয়েছে। অক্টোবর মাসে এ টিভি উদ্বোধন করতে পারে প্রতিষ্ঠানটি। প্রযুক্তি বিষয়ক ওয়েবসাইট গিজচায়নার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

অপো সম্প্রতি চীনে তাদের ডেভেলপার সম্মেলনে কালার ওএস ১১ ও অপো ওয়াচ ইসিজি সংস্করণ ঘোষণা দেয়। অনুষ্ঠানে তাদের নতুন প্রযুক্তিপণ্য হিসেবে স্মার্ট টিভির ঘোষণাও দেওয়া হয়। অবশ্য নতুন স্মার্টটিভি সম্পর্কে খুব বেশি কিছু জানাননি অপোর ব্যবস্থাপক ওয়াইহি ওয়ে।

অপো কর্তৃপক্ষ জানিয়েছে, তাদের ইন্টারনেট অব থিংস (আইওটি) ডিভাইস নেটওয়ার্ক তৈরিতে স্মার্ট টিভি উদ্বোধন গুরুত্বপূর্ণ পদক্ষেপ।

ধারণা করা হচ্ছে, অপো শুরুতে ৫৫ ইঞ্চি ও ৬৫ ইঞ্চি স্মার্ট টিভি বাজারে আনবে। ইতিমধ্যে বিভিন্ন সার্টিফিকেশন সাইটে ওই টিভি সম্পর্কে তথ্য পাওয়া গেছে। সম্প্রতি অপো টিভি ও এর রিমোট কন্ট্রোল থ্রিসি ও এসআইজি সনদ পেয়েছে।

এ বছরের জুন মাসে চীনে ৫জি নেটওয়ার্কের বছরপূর্তিতে অপো বেশ কিছু নতুন পণ্য দেখায়। এর মধ্যে ছিল অপো এনকো ডাব্লিউ৫১ এয়ারবাড, দুটি স্মার্টওয়াচ, এআর গ্লাস ও টিভি।অপো সম্প্রতি তাঁদের স্মার্টওয়াচে নতুন ইসিজি ফিচার যুক্ত করেছে। অপোর নতুন স্মার্টওয়াচসহ নতুন পণ্য কোন কোন দেশে ছাড়া হবে তা এখনো জানানো হয়নি।