এসএসসি পরীক্ষা–২০২১: সংক্ষিপ্ত সিলেবাস অনুসারে

অর্থনীতি | সৃজনশীল প্রশ্ন

অর্থনীতি
অর্থনীতি

অধ্যায় ২

তারিনের লেখা কবিতা একটি সাপ্তাহিক ম্যাগাজিনে প্রকাশিত হওয়ায় বন্ধুরা তার অনেক প্রশংসা করল। তারিনের এই কাব্যপ্রতিভা দেখে তার বাবা খুশি হয়ে তাকে একটি নতুন ড্রেস কিনে দিল। এতে তারিন বেশ আনন্দিত ও উচ্ছ্বসিত হলো।

প্রশ্ন

ক. সঞ্চয় কী?

খ. অর্থনৈতিক কার্যাবলি বলতে কী বোঝ?

গ. তারিনের বাবার দেওয়া উপহারটি অর্থনীতিতে কোন ধরনের দ্রব্য? ব্যাখ্যা করো।

ঘ. তারিনের কাজটি ও তার প্রাপ্ত উপহারটি কোন ধরনের সম্পদ? এদের মধ্যে পার্থক্য দেখাও।

উত্তর

ক. আয়ের যে অংশ বর্তমানে ভোগ না করে ভবিষ্যতের জন্য জমিয়ে রাখা হয় তাকে সঞ্চয় বলে।

খ. মানুষ জীবিকা নির্বাহের জন্য অর্থের বিনিময়ে যে কাজ করে তাকে অর্থনৈতিক কার্যাবলি বলে। অর্থনৈতিক কর্মকাণ্ডের মাধ্যমে মানুষ অর্থ উপার্জন করে এবং জীবনধারণের জন্য তা ব্যয় করে। যেমন শ্রমিকেরা কলকারখানায় কাজ করে, কৃষকেরা জমিতে কাজ করে, ডাক্তার রোগীদের চিকিৎসা করে, শিল্পপতিরা শিল্পপ্রতিষ্ঠান পরিচালনা করে। এগুলো হলো অর্থনৈতিক কাজ, যার বিনিময়ে অর্থ উপার্জিত হয়।

গ. তারিনের বাবা তারিনকে যে উপহারটি দেয়, সেটি অর্থনৈতিক দ্রব্য ও ভোগ্য দ্রব্য হিসেবে বিবেচিত।

যেসব দ্রব্য পাওয়ার জন্য মানুষকে পরিশ্রম করতে হয় বা মূল্য প্রদান করতে হয়, তাকে অর্থনৈতিক দ্রব্য বলে। এদের যোগান সীমাবদ্ধ থাকে। যেমন খাদ্য, বস্ত্র, বই, কলম, চেয়ার, টেবিল ইত্যাদি। আবার ভোগ বা ব্যবহারের মাধ্যমে যেসব দ্রব্যের উপযোগ নিঃশেষ করা হয়, তাদের ভোগ্য দ্রব্য বলে। যেমন গাড়ি, বস্ত্র ইত্যাদি।

উদ্দীপকে লক্ষ করা যায়, তারিনের লেখা কবিতা একটি সাপ্তাহিক ম্যাগাজিনে প্রকাশিত হওয়ায় তার বাবা খুশি হয়ে তাকে একটি নতুন ড্রেস কিনে দিল। এ ক্ষেত্রে নতুন ড্রেসটি ক্রয় করার জন্য তারিনের বাবাকে অর্থ ব্যয় করতে হয়েছে। তাই এটি একটি অর্থনৈতিক দ্রব্য। আবার ড্রেসটি তারিন ব্যবহার তথা ভোগ করবে। তাই এটি ভোগ্য দ্রব্যও বটে। কাজেই বলা যায়, তারিনের বাবার দেওয়া উপহারটি (ড্রেসটি) যেমন অর্থনৈতিক দ্রব্য, তেমনি তা ভোগ্য দ্রব্য।

ঘ. উদ্দীপকে উল্লিখিত তারিনের কাজটি হলো মানবিক সম্পদ এবং তার প্রাপ্ত উপহারটি হলো উৎপাদিত সম্পদ।

মানুষের বিভিন্ন প্রকার যোগ্যতা ও দক্ষতাকে মানবিক সম্পদ বলে। যেমন মানুষের শারীরিক যোগ্যতা, প্রতিভা, উদ্যোগ, সাংগঠনিক ক্ষমতা ইত্যাদি হলো মানবিক সম্পদ। অন্যদিকে প্রাকৃতিক ও মানবিক সম্পদ কাজে লাগিয়ে সৃষ্টি হয় উৎপাদিত সম্পদ।

উদ্দীপকে দেখা যায়, তারিনের কবিতা একটি সাপ্তাহিক ম্যাগাজিনে প্রকাশিত হয়। এ জন্য বন্ধুরা তার প্রশংসা করে এবং সে বাবার কাছ থেকে নতুন ড্রেস উপহার হিসেবে পায়। এখানে তারিনের কাব্যপ্রতিভা হলো মানবিক সম্পদ। অন্যদিকে, তার প্রাপ্ত নতুন ড্রেসটি কোনো এক ফার্মে প্রাকৃতিক সম্পদ ও মানবিক সম্পদ ব্যবহার করে উৎপাদিত হয়েছে এবং ড্রেসটির উপযোগ রয়েছে। তাই ড্রেসটি হলো উৎপাদিত সম্পদ।

মানবিক সম্পদের উপযোগ ও অপ্রাচুর্যতা থাকলেও হস্তান্তরযোগ্যতা ও বাহ্যিকতা নেই। তাই এটি অর্থনৈতিক সম্পদ নয়। অপর দিকে, উৎপাদিত সম্পদের উপযোগ, অপ্রাচুর্যতা, হস্তান্তরযোগ্যতা ও বাহ্যিকতা রয়েছে। তাই এটি অর্থনৈতিক সম্পদও বটে।

সুতরাং বলা যায়, তারিনের কাজটি হলো মানবিক সম্পদ এবং তার প্রাপ্ত উপহারটি হলো উৎপাদিত সম্পদ। যাদের মধ্যে যথেষ্ট পার্থক্য বিদ্যমান।