Thank you for trying Sticky AMP!!

এইচএসসি ২০২২ - বাংলা ১ম পত্র | প্রতিদান : বহুনির্বাচনি প্রশ্ন (১-১০)

পুনর্বিন্যাসকৃত সিলেবাস অনুসারে

প্রতিদান

১. ‘প্রতিদান’ কবিতায় কবি কাঁটা পেয়ে কী দান করেছেন?

ক. ফুল খ. ঘৃণা

গ. বাণ ঘ. ঘর

২. ‘আমার এ ঘর ভাঙিয়াছে যেবা আমি বাঁধি তার ঘর’—এ পঙ্ক্তিতে কী বোঝানো হয়েছে?

ক. পরোপকার খ. আত্মগ্লানি

গ. সর্বংসহা মনোভাব ঘ. কৃতজ্ঞতাবোধ

নিচের অনুচ্ছেদ পড়ে ৩ ও ৪ নম্বর প্রশ্নের উত্তর দাও

যুক্তরাষ্ট্রে এক প্রবাসী বাংলাদেশি এক কৃষ্ণাঙ্গ সন্ত্রাসীর গুলিতে মারাত্মক আহত হন। আদালতের বিচারে সন্ত্রাসীর মৃত্যুদণ্ড হয়। কিন্তু সুস্থ হওয়ার পর আক্রান্ত বাংলাদেশি ওই কৃষ্ণাঙ্গ সন্ত্রাসীর দণ্ড মওকুফ করার জন্য যুক্তরাষ্ট্র সরকারের কােছ আবেদন করে তাকে বাঁচিয়ে দেন।

৩. উদ্দীপকের আক্রান্ত বাংলাদেশির ক্ষমাশীলতার সঙ্গে ‘প্রতিদান’ কবিতার কোন পঙ্ক্তির মিল আছে?

ক. কত ঠাঁই হতে কত কী যে আমি সাজাই নিরন্তর

খ. দীঘল রজনী তার তরে জাগি ঘুম যে হেরেছে মোর

গ. রঙিন ফুলের সোহাগ জড়ান ফুল মালঞ্চ ধরি

ঘ. যে গেছে বুকেতে আঘাত হানিয়া তার লাগি আমি কাঁদি

৪. উপর্যুক্ত মিলের কারণ —

i. ক্ষমাশীলতা

ii. আত্মপ্রশংসা

iii. পারস্পরিক সৌহার্দ্য

নিচের কোনটি সঠিক?

ক. i ও ii খ. i ও iii

গ. ii ও iii ঘ. i, ii ও iii

৫. কবি জসীমউদ্দীন কত খ্রিষ্টাব্দে জন্মগ্রহণ করেন?

ক. ১৯০১ খ. ১৯০২

গ. ১৯০৩ ঘ. ১৯০৪

৬. কবি জসীমউদ্দীনের বাবার নাম কী?

ক. ফকির আহমেদ খ. আনসারউদ্দীন মোল্লা

গ. আবদুল বারী ঘ. হাতেম আলী

৭. জসীমউদ্দীন কোন গ্রামে জন্মগ্রহণ করেন?

ক. মুরারিপুর খ. তাম্বুলখানা

গ. আড়ুডাঙ্গা ঘ. মোড়াইল

৮. জসীমউদ্দীন কোন বিশ্ববিদ্যালয় থেকে এমএ ডিগ্রি লাভ করেন?

ক. রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয়

খ. কলিকাতা বিশ্ববিদ্যালয়

গ. যাদবপুর বিশ্ববিদ্যালয়

ঘ. জওহরলাল নেহরু বিশ্ববিদ্যালয়

৯. কবি জসীমউদ্দীনের কবি প্রতিভার উন্মেষ ঘটেছিল কোন সময়ে?

ক. ছাত্রজীবনে খ. কর্মজীবনে

গ. শেষ বয়সে ঘ. শিক্ষকতার সময়ে

১০. ছাত্রাবস্থায় রচিত জসীমউদ্দীনের কোন কবিতাটি পাঠ্যপুস্তকে অন্তর্ভুক্ত হয়?

ক. প্রতিদান খ. কবর

গ. আসমানি ঘ. রাখালী

সঠিক উত্তর

প্রতিদান: ১.ক ২.ক ৩.ঘ ৪.খ ৫.গ ৬.খ ৭.খ ৮.খ ৯.ক ১০.খ

মো. সুজাউদ দৌলা, সহকারী অধ্যাপক, রাজউক উত্তরা মডেল কলেজ, ঢাকা

Also Read: এইচএসসি ২০২২ - ইংরেজি ২য় পত্র | Complete the sentences (8)