Thank you for trying Sticky AMP!!

এসএসসি ২০২২ - বাংলাদেশ ও বিশ্বপরিচয় | অধ্যায় ২ : বহুনির্বাচনি প্রশ্ন (১১-২০)

পুনর্বিন্যাসকৃত সিলেবাস অনুসারে

অধ্যায় ২

১১. শেখ মুজিবুর রহমান ১৯৭১ সালের কত মার্চ অসহযোগ আন্দোলনের ডাক দেন?

ক. ২ মার্চ খ. ৩ মার্চ

গ. ৬ মার্চ ঘ. ৭ মার্চ

১২. বঙ্গবন্ধু রেসকোর্স ময়দানে স্বাধীনতার ডাক দেন ১৯৭১ সালের কত মার্চ?

ক. ৬ মার্চ খ. ৭ মার্চ

গ. ১১ মার্চ ঘ. ২৬ মার্চ

১৩. মুক্তিযুদ্ধের একপর্যায়ে মুজিব বাহিনী কাদের নিয়ে গঠিত হয়েছিল?

ক. আমলাদের

খ. শ্রমিকদের

গ. ছাত্রছাত্রীদের

ঘ. পেশাজীবীদের

১৪. ১৯৭১ সালের ৭ মার্চের ভাষণে কী তুলে ধরা হয়?

ক. বাংলাদেশের স্বাধীনতার ইতিহাস

খ. পাকিস্তানের শোষণের ইতিহাস

গ. পাকিস্তানের মহৎ উদ্দেশ্য

ঘ. স্বাধীনতাযুদ্ধের অন্তরায়সমূহ

১৫.স্বাধীন বাংলা বেতার কেন্দ্র কখন চালু হয়?

ক. ১৭ মার্চ ১৯৭১

খ. ২১ মার্চ ১৯৭১

গ. ২৫ এপ্রিল ১৯৭১

ঘ. ২৬ মার্চ ১৯৭১

১৬. কালুরঘাট কোন জেলায় অবস্থিত?

ক. মেহেরপুর খ. পশ্চিমবঙ্গ

গ. চট্টগ্রাম ঘ. রাজশাহী

১৭. মুজিবনগর সরকার বিশ্বের বিভিন্ন দেশে মিশন স্থাপন কেন করেছিল?

ক. মানুষের সমর্থন আদায়ের জন্য

খ. বাংলাদেশ সরকারের পক্ষে সমর্থন আদায়ের জন্য

গ. নির্বাচনের জন্য

ঘ. পূর্ব পাকিস্তানে শোষণ-নির্যাতন বন্ধের জন্য

১৮. কার তত্ত্বাবধানে স্বাধীন বাংলা বেতার কেন্দ্র পরিচালিত হতো?

ক. মুক্তিযোদ্ধাদের

খ. মিত্রবাহিনীর

গ. মুজিবনগর সরকারের

ঘ. সেক্টর কমান্ডারদের

১৯. বাংলাদেশের স্বাধীনতাযুদ্ধে আত্মসমর্পণকারী পাকিস্তানি সেনার সংখ্যা কত ছিল?

ক. ৯২ হাজার খ. ৯৩ হাজার

গ. ৯৪ হাজার ঘ. ৯৭ হাজার

২০. বাংলাদেশের মুক্তিযুদ্ধে কোন ধরনের দেশগুলোর সমর্থন ছিল লক্ষণীয়?

ক. আরব দেশ খ. সমাজতান্ত্রিক

গ. পুঁজিবাদী ঘ. উন্নয়নশীল দেশ

সঠিক উত্তর

অধ্যায় ২: ১১.ক ১২.খ ১৩.গ ১৪.খ ১৫.ঘ ১৬.গ ১৭.খ ১৮.গ ১৯.খ ২০.খ

মুহাম্মদ মিজানুর রহমান, সহকারী শিক্ষক, পিরোজপুর সরকারি বালকা উচ্চবিদ্যালয়

◀ বহুনির্বাচনি প্রশ্ন (১-১০)