Thank you for trying Sticky AMP!!

এসএসসি ২০২২ - বাংলা ১ম পত্র | কপোতাক্ষ নদ : বহুনির্বাচনি প্রশ্ন (১-১০)

পুনর্বিন্যাসকৃত সিলেবাস অনুসারে

কপোতাক্ষ নদ

১. ‘কৃষ্ণকুমারী’ কোন ধরনের রচনা?

ক . উপন্যাস খ. ছোটগল্প

গ. নাটক ঘ. প্রহসন

২. বাংলায় সনেট প্রবর্তন করেন কে?

ক. আবদুল হাকিম

খ. মাইকেল মধুসূদন দত্ত

গ. কায়কোবাদ

ঘ. রবীন্দ্রনাথ ঠাকুর

৩. মাইকেল মধুসূদন দত্ত জন্মগ্রহণ করেন কত সালে?

ক. ১৮২৪ খ. ১৮৭১

গ. ১৮৭৩ ঘ. ১৮৭৪

৪. মধুসূদন দত্তের সর্বদা কার কথা মনে পড়ে?

ক. মায়ের খ. বন্ধুর

গ. কপোতাক্ষের ঘ. ধানসিঁড়ির

৫. কবি হৃদয়ের কাতরতা কোথায় জানানোর জন্য কপোতাক্ষের নিকট অনুরোধ করেন?

ক. বিদেশিদের নিকট খ. বঙ্গবাসীর নিকট

গ. সাগরের কাছে ঘ. মায়ের কাছে

৬. ‘সতত তোমার কথা ভাবি এ বিরলে?’ কবি কার কথা ভাবেন?

ক. কপোতাক্ষ নদ খ. মাতৃভূমি

গ. সাগরদাড়ি ঘ. বঙ্গজননী

৭. ‘সতত তোমার কথা ভাবি এ বিরলে’ কবি কোথায় বসে কপোতাক্ষ নদের কথা ভাবেন?

ক. ফ্রান্সের ভার্সাই নগরীতে

খ. জার্মানির বার্লিন নগরীতে

গ. ইংল্যান্ডের ডাবলিন নগরীতে

ঘ. ফ্যান্সের প্যারিস নগরীতে

৮. ‘সতত হে নদ, তুমি পড় মোর মনে’—এ চিত্রকল্পে কী ফুটে উঠেছে?

ক. ভ্রান্তিবিলাস খ. স্মৃতি রোমন্থন

গ. আত্মসংবিৎ ঘ. চৈতন্য-উদয়

৯. ‘কপোতাক্ষ নদ’ কবিতায় কবি স্মৃতিকাতর হয়েছেন কেন?

ক. গভীরভাবে নিজ কর্মের প্রতি অনুতপ্ত হয়ে

খ. শৈশবের নদ কপোতাক্ষের কথা মনে পড়ায়

গ. ফেলে আসা বর্ণিল দিনগুলোর কথা মনে পড়ায়

ঘ. দেশের প্রিয়জনদের স্মৃতি মনে করে

১০. কপোতাক্ষের কলকল ধ্বনি শুনে কবির কী হয়?

ক. সংশয় হয় খ. ভয় হয়

গ. দুঃখবোধ হয় ঘ. ভ্রান্তি হয়

সঠিক উত্তর

কপোতাক্ষ নদ: ১.গ ২.খ ৩.ক ৪.গ ৫.ক ৬.ক ৭.ক ৮.খ ৯.গ ১০.ঘ

মোস্তাফিজুর রহমান, শিক্ষক, বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ পাবলিক কলেজ, ঢাকা