পঞ্চম শ্রেণির শিক্ষার্থীদের পড়াশোনা

গণিত | সংক্ষিপ্ত প্রশ্নোত্তর

অধ্যায়-১০

প্রশ্ন: বর্গ এক ধরনের । শূন্যস্থানে কী বসবে?

উত্তর: রম্বস।

প্রশ্ন: রম্বসের বিপরীত বাহুগুলো কী রকম।

উত্তর: পরস্পর সমান্তরাল।

প্রশ্ন: রম্বসের বিপরীত কোণগুলো কেমন?

উত্তর: পরস্পর সমান।

প্রশ্ন: একটি সামান্তরিকের বিপরীত শীর্ষ বিন্দুর সংযোগকারী রেখাকে কী বলে?

উত্তর: কর্ণ।

প্রশ্ন: সামান্তরিকের কর্ণদ্বয় পরস্পরের কোথায় মিলিত হয়?

উত্তর: মধ্যবিন্দুতে।

প্রশ্ন: রম্বসের কর্ণদ্বয় পরস্পরের কোথায় মিলিত হয়?

উত্তর: মধ্যবিন্দুতে

প্রশ্ন: রম্বসের বৈশিষ্ট্য লেখো।

উত্তর: রম্বসের কর্ণদ্বয় পরস্পরের মধ্যবিন্দুতে মিলিত হয় এবং কর্ণদ্বয় পরস্পরের ওপর লম্ব।

প্রশ্ন: সামান্তরিকের সব বাহুর দৈর্ঘ্য কী ধরনের হয়ে থাকে?

উত্তর: সামান্তরিকের সব বাহুর দৈর্ঘ্য সমান হয় না।

প্রশ্ন: রম্বসের বাহুগুলোর দৈর্ঘ্য কী ধরনের হয়ে থাকে?

উত্তর: রম্বসের সব বাহুর দৈর্ঘ্য সর্বদা সমান।

প্রশ্ন: আয়তের বাহুগুলোর দৈর্ঘ্য কেমন হয়ে থাকে?

উত্তর: আয়তের বিপরীত বাহুগুলোর দৈর্ঘ্য পরস্পর সমান ও সমান্তরাল।


রমজান মাহমুদ, সহকারী শিক্ষক
গবর্নমেন্ট সায়েন্স হাইস্কুল, ঢাকা