
শ্রাবণে
২৫. গ্রীষ্মের তাপে জর্জরিত প্রকৃতি অবিরাম বর্ষায়
ক. উন্মাদ হয়ে উঠেছে
খ. প্রাণবন্ত রূপ ধারণ করছে
গ. রুক্ষ হয়ে উঠেছে
ঘ. প্রাণের সজীবতা হারিয়েছে
২৬. অবিরাম বর্ষায় স্নান করে প্রকৃতি সজীব হয়ে উঠেছে কেন?
ক. ঋতুর পালাবদলে
খ. জলজ প্রকৃতি
গ. প্রকৃতি গ্রীষ্মের তাপে জর্জর ছিল বলে
ঘ. শরতের প্রকৃতি
২৭. প্রকৃতিতে প্রাণের সঞ্চার ঘটে কখন?
ক. শ্রাবণে খ. ভাদ্রে
গ. জ্যৈষ্ঠে ঘ. বৈশাখে
২৮. উপেন্দ্রকিশোর রায়চৌধুরীর সঙ্গে কোনটি সুকুমার রায়ের যথার্থ সম্পর্ক?
ক. সাহিত্যগুরু খ. আত্মীয়
গ. পিতা-পুত্র ঘ. গৃহশিক্ষক
২৯. উপেন্দ্রকিশোর রায়চৌধুরী নিচের কোনটি?
ক. বিখ্যাত শিশুসাহিত্যিক
খ. বিখ্যাত নাট্যকার
গ. বিখ্যাত চলচ্চিত্র নির্মাতা
ঘ. বিখ্যাত কথাসাহিত্যিক
৩০. গণিতের নামতা পড়ার বিষয়টিতে ‘শ্রাবণে’ কবিতায় কোনটির সমর্থন মেলে?
ক. ঝমঝম বারিধারা
খ. বাদলের ধারাপাত
গ. অফুরান নামতায়
ঘ. জল ঝরে সারা রাত
৩১. ‘শ্রাবণে’ কবিতায় উন্মাদ শ্রাবণের সঙ্গে কোনটির সম্পর্ক রয়েছে?
ক. নদীনালা খ. পৃথিবীর দৃঢ়তা
গ. আকাশের মুখ ঘ. বর্ষার প্লাবন
গরবিনী মা-জননী
১. মায়ের আঁচল কোণে কী লেগে আছে?
ক. বকুল যূথীর গন্ধ
খ. কান্না ফুলের নকশা
গ. ছেলের বুকের খুন
ঘ. সবুজ তৃণ
২. ‘গরবিনী মা-জননী’ কবিতায় ‘দুর্ভাগিনী মেয়ে’ বলে কাদের বোঝানো হয়েছে?
ক. যুদ্ধে ক্ষতিগ্রস্ত মেয়েদের
খ. দুর্ভাগ্য জর্জরিত মেয়েদের
গ. বাংলার গ্রামীণ মেয়েদের
ঘ. বাংলার অবহেলিত মেয়েদের
৩. ‘ওরে আমার মা-জননী’ এখানে ‘মা-জননী’ কে?
ক. শহর খ. গ্রাম
গ. জন্মভূমি ঘ. গর্ভধারিণী
৪. ‘গরবিনী মা-জননী’ কবিতায় মায়ের নামে কারা ঝাঁপিয়ে পড়ে?
ক. শিশুরা খ. কিশোরেরা
গ. ছেলেরা ঘ. মেয়েরা
সঠিক উত্তর
শ্রাবণে: ২৫. খ ২৬. গ ২৭. ক ২৮. গ ২৯. ক ৩০. খ ৩১. ঘ
গরবিনী মা-জননী: ১. গ ২. ক ৩. গ ৪. গ
বাকি অংশ ছাপা হবে আগামীকাল