
সেই অস্ত্র
১০. ‘আমাদের চেতনাজুড়ে তারা করবে না আর্তনাদ’-এ পঙ্ক্তিটিতে প্রকাশ পেয়েছে কোনটি?
ক. তারুণ্য শক্তি খ. বিবেকবোধ
গ. উদ্দীপনা ঘ. ভয়াবহতা
নিচের উদ্দীপকটি পড়ো এবং ১১ ও ১২ নম্বর প্রশ্নের উত্তর দাও।
বর্তমানে পৃথিবীতে হিংসা-বিদ্বেষ লেগেই রয়েছে— যার ফলস্বরূপ সাধারণ মানুষের মৃত্যু ঘটছে। আজ এই বিদ্বেষ দূর করা যেতে পারে একমাত্র ভালোবাসার মাধ্যমে।
১১. উদ্দীপকের ভাবের সাথে সাদৃশ্য রয়েছে তোমার পঠিত কোন কবিতার?
ক. সাম্যবাদী
খ. সেই অস্ত্র
গ. আমি কিংবদন্তির কথা বলছি
ঘ. নূরলদীনের কথা মনে পড়ে যায়
১২. উদ্দীপক ও উপযুক্ত উত্তরের কবিতার মূল বিষয়বস্তু—
i. যুদ্ধের পরিণাম
ii. ভালোবাসার ক্ষমতা
iii. মুক্তিযুদ্ধের আদর্শ
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii খ. i ও iii
গ. ii ও iii ঘ. i, ii ও iii
১৩. ‘সেই অস্ত্র’ কবিতায় এই সভ্যতার সমস্যা হয়ে উঠেছে—
ক. হানাহানি খ. মারণাস্ত্র
গ. বিদ্বেষ ঘ. দখলদারিত্ব
১৪. কবি আহসান হাবীব ‘সেই অস্ত্র’ কবিতায় কার জন্য প্রার্থনা করেছেন?
ক. মানবজাতির জন্য খ. নিজের জন্য
গ. পরিবারবর্গের জন্য ঘ. শ্রমজীবীর জন্য
১৫. ‘সেই অস্ত্র’ কবিতাটির লক্ষণীয় বৈশিষ্ট্য
কী?
ক. নাটকীয়তা খ. ভালোবাসা
গ. কৌতুকময়তা ঘ. শোকাচ্ছন্নতা
১৬. কবি আহসান হাবীব কী ফিরিয়ে আনতে চেয়েছেন?
ক. সেই অস্ত্র খ. নগর
গ. অরণ্য ঘ. সুখ
১৭. পৃথিবীতে শান্তি প্রতিষ্ঠার জন্য প্রয়োজন হলো—
i. প্রেম ii. ভালোবাসা
iii. অর্থ
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii খ. i ও iii
গ. ii ও iii ঘ. i, ii ও iii
১৮. কবি আহসান হাবীবের মতে অনেকেই মানবিকতাশূন্য হয়ে পড়েন কেন?
ক. স্বার্থপরতার জন্য
খ. বিচক্ষণতার অভাবে
গ. ভালোবাসার জন্য
ঘ. অজ্ঞতার কারণে
সঠিক উত্তর
সেই অস্ত্র: ১০. খ ১১. খ ১২. ক ১৩. খ ১৪. ক ১৫. খ ১৬. ক ১৭. ক ১৮. ক
বাকি অংশ ছাপা হবে আগামীকাল
মো. সুজাউদ দৌলা, সহকারী অধ্যাপক
রাজউক উত্তরা মডেল কলেজ, ঢাকা