ষষ্ঠ শ্রেণি - বাংলা ১ম পত্র | নীলনদ আর পিরামিডের দেশ : বহুনির্বাচনি প্রশ্ন (৪১-৫০)

ষষ্ঠ শ্রেণির পড়াশোনা

নীলনদ আর পিরামিডের দেশ

৪১. সবচেয়ে বড় পিরামিড তৈরিতে কত টুকরা পাথর ব্যবহার করা হয়েছে?

ক. ২৩ লাখ টুকরা খ. ২২ লাখ টুকরা

গ. ২১ লাখ টুকরা ঘ. ২০ লাখ টুকরা

৪২. পিরামিডের উচ্চতা কত?

ক. প্রায় ৬০০ ফুট খ. প্রায় ৫০০ ফুট

গ. প্রায় ৪০০ ফুট ঘ. প্রায় ৩০০ ফুট

৪৩. পিরামিডের চার-পাঁচ টুকরা পাথর কিসের সমান?

ক. ছোটখাটো নৌকা খ. ছোটখাটো ইঞ্জিন

গ. বড় লরির ঘ. ছোটখাটো বাড়ির

৪৪. মিসরের সবচেয়ে বড় পিরামিড বানাতে কত লোকের কত সময় লেগেছিল?

ক. ৪ লাখ লোকের ১৩ বছর

খ. ৩ লাখ লোকের ২০ বছর

গ. ২ লাখ লোকের ২১ বছর

ঘ. ১ লাখ লোকের ২০ বছর

৪৫. সম্রাটদের পিরামিড নির্মাণের উদ্দেশ্য কী ছিল?

ক. ইহলৌকিক জীবনের কল্যাণ

খ. ঐতিহ্য ধরে রাখার প্রয়াস

গ. নিজস্ব কীর্তি ভাষা প্রচার

ঘ. পরলোকে অনন্ত জীবন লাভ

৪৬. লেখকের ছবিতে মিসরের কোনটি সবচেয়ে সুন্দর দেখাচ্ছিল?

ক. পিরামিড খ. মসজিদের মিনার

গ. চক্রোদয় ঘ. অরুণোদয়

৪৭. পিরামিড নির্মাণকারী ফারাও সম্রাটরা কোন বংশের ছিলেন?

ক. ফারাও খ. হুন

গ. পাওন ঘ. সউদ

৪৮. ‘জাত-বেজাত’ বলতে কী বোঝানো হয়েছে?

ক. পরিচয়হীন খ. নানা জাতি

গ. বংশহীন ঘ. জাতহীন

৪৯. কায়রো শহরে বৃষ্টির পরিমাণ কত হতে পারে বলে লেখক উল্লেখ করেন?

ক. পাঁচ-ছয় ইঞ্চির মতো খ. চার-পাঁচ ইঞ্চি

গ. তিন-চার ইঞ্চি ঘ. দুই-এক ইঞ্চি

৫০. কায়রোর বেশির ভাগ বায়স্কোপ কোথায় অনুষ্ঠিত হয়?

ক. নাট্যশালায় খ. অডিটরিয়ামে

গ. বদ্ধ ঘরে ঘ. খোলামেলা স্থানে

সঠিক উত্তর

নীলনদ আর পিরামিডের দেশ: ৪১.ক ৪২.খ ৪৩.খ ৪৪.ঘ ৪৫.ঘ ৪৬.খ ৪৭.ক ৪৮.খ ৪৯.ঘ ৫০.ঘ

আমিনুল ইসলাম, প্রভাষক, উত্তরা মডেল স্কুল, ঢাকা

◀ বহুনির্বাচনি প্রশ্ন (৩১-৪০)