Thank you for trying Sticky AMP!!

বহুনির্বাচনি প্রশ্ন (২১-২৭) : পরিচ্ছদ ৩৪ | বাংলা ২য় পত্র - এসএসসি ২০২৪

পূর্ণাঙ্গ সিলেবাস অনুসারে

পরিচ্ছদ ৩৪

২১. ‘উদয়ান্ত পরিশ্রম করব, তথাপি অন্যের দ্বারস্থ হব না।’— কোন ধরনের বাক্য?

ক. সরল বাক্য খ. যৌগিক বাক্য

গ. আশ্রিত বাক্য ঘ. মিশ্র বাক্য

২২. ‘পাখিগুলো নীল আকাশে উড়ছে।’—গঠন বৈশিষ্ট্য অনুযায়ী বাক্যটি কী?

ক. মিশ্র খ. সরল

গ. যৌগিক ঘ. জটিল

২৩. ‘সত৵ কথা বলিনি, তাই বিপদে পড়েছি’—এটা কী ধরনের বাক্য?

ক. মিশ্র বাক্য খ. সরল বাক্য

গ. সাধারণ বাক্য ঘ. যৌগিক বাক্য

২৪. ‘যারা পরিশ্রম করে, তারা জীবনে

সফল হয়।’— গঠন বেশিষ্ট্য অনুযায়ী এটি কোন বাক্য?

ক. জটিল খ. যৌগিক

গ. বিস্ময়বোধক ঘ. সরল

২৫. ‘তুমি চেষ্টা না করায় ব্যর্থ হয়েছ।’— এটি কোন বাক্যের উদাহরণ?

ক. জটিল খ. সরল

গ. মিশ্র ঘ. যৌগিক

Also Read: বহুনির্বাচনি প্রশ্ন (১-১০) : পরিচ্ছদ ৩৪ | বাংলা ২য় পত্র - এসএসসি ২০২৪

২৬. ‘ভিক্ষুককে টাকা দাও।’—গঠন বৈশিষ্ট্য অনুযায়ী বাক্যটি কী?

ক. উপদেশমূলক বাক্য

খ. যৌগিক বাক্য

গ. জটিল বাক্য

ঘ. সরল বাক্য

২৭. ‘সে এখানে এসে সব কথা খুলে বলল।’— এটি কোন বাক্য?

ক. মিশ্র খ. জটিল

গ. সরল ঘ. যৌগিক

সঠিক উত্তর

পরিচ্ছদ ৩৪: ২১.খ ২২.খ ২৩.ঘ ২৪.ক ২৫.খ ২৬.ঘ ২৭.গ

মোস্তাফিজুর রহমান, শিক্ষক, বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ পাবলিক কলেজ, ঢাকা

Also Read: বহুনির্বাচনি প্রশ্ন (১১-২০) : পরিচ্ছদ ৩৪ |বাংলা ২য় পত্র - এসএসসি ২০২৪