Thank you for trying Sticky AMP!!

দশম শ্রেণি - ভূগোল ও পরিবেশ | অধ্যায় ৫ : বহুনির্বাচনি প্রশ্ন (৫১-৬০)

দশম শ্রেণির পড়াশোনা

অধ্যায় ৫

৫১. চিনুক কী?

ক. সমুদ্র বায়ু খ. স্থানীয় বায়ু

গ. মৌসুমি বায়ু ঘ. মেরু বায়ু

৫২. যে গ্যাসটি ছাড়া জীবমণ্ডল বাঁচতে পারে না বায়ুমণ্ডলে সেটির পরিমাণ হিসেবে নিচের কোনটি সমর্থনযোগ্য?

ক. ৭৮.০২% খ. ২০.৭১%

গ. ০.৮০% ঘ. ০.০৩%

৫৩. বায়ুমণ্ডলের যে স্তরেরটি না থাকলে আমরা বেতার শুনতে পারতাম না, সেটি হলো—

ক. মেসোমণ্ডল খ. এক্সোমণ্ডল

গ. আয়নমণ্ডল ঘ. স্ট্রাটোমণ্ডল

৫৪. বায়ুমণ্ডলকে খালি চোখে দেখা যায় না। এর কারণ হলো—

i. বায়ুমণ্ডলের বর্ণ না থাকায়

ii. বায়ুমণ্ডলের গন্ধ না থাকায়

iii. বায়ুমণ্ডলের আকার না থাকায়

নিচের কোনটি সঠিক?

ক. i ও ii খ. i ও iii

গ. ii ও iii ঘ. i, ii ও iii

৫৫. বায়ুমণ্ডলের সবচেয়ে নিচের স্তরে সৃষ্টি হয় যেগুলো—

i. ঝড়

ii. তুষারপাত

iii. কুয়াশা

নিচের কোনটি সঠিক?

ক. i ও ii খ. i ও iii

গ. ii ও iii ঘ. i, ii ও iii

Also Read: দশম শ্রেণি - ইংরেজি ২য় পত্র | Make Tag Questions (13-14)

৫৬. যে কারণে বৃষ্টিপাত ঘটে—

i. স্থলভাগের উষ্ণতা হ্রাস

ii. বাতাসে জলীয় বাষ্পের উপস্থিতি

iii. বায়ুমণ্ডলের উষ্ণতা হ্রাস

নিচের কোনটি সঠিক?

ক. i ও ii খ. i ও iii

গ. ii ও iii ঘ. i, ii ও iii

৫৭. কোনটি ক্লোরোফ্লোরো কার্বনের সংকেত?

ক. FeO খ. CO2

গ. H2CO3 ঘ. CFC

৫৮. গ্রিনহাউস প্রতিক্রিয়ার ফলে বাংলাদেশের কোন জেলাটি জলমগ্ন হওয়ার সম্ভাবনা রয়েছে?

ক. সাতক্ষীরা খ. দিনাজপুর

গ. রংপুর ঘ. চাঁদপুর

৫৯. বায়ুমণ্ডলের কোন স্তরে জেট বিমান চলাচল করে?

ক. ট্রপোমণ্ডল খ. মেসোমণ্ডল

গ. স্ট্রাটোমণ্ডল ঘ. এক্সোমণ্ডল

৬০. বায়ু সর্বদা এক স্থান থেকে অন্য স্থানে প্রবাহিত হয়—

i. তাপের তারতম্যের জন্য

ii. গতির পার্থক্যের জন্য

iii. চাপের পার্থক্যের জন্য

নিচের কোনটি সঠিক?

ক. i ও ii খ. i ও iii

গ. ii ও iii ঘ. i, ii ও iii

সঠিক উত্তর

অধ্যায় ৫: ৫১.খ ৫২.খ ৫৩.গ ৫৪.ঘ ৫৫.ঘ ৫৬.গ ৫৭.ঘ ৫৮.ক ৫৯.গ ৬০.খ

মো. শাকিরুল ইসলাম, প্রভাষক, ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজ, ঢাকা

Also Read: দশম শ্রেণি - ইংরেজি ২য় পত্র | Make tag questions (15-16)