Thank you for trying Sticky AMP!!

চতুর্থ অধ্যায় | বাংলা - সপ্তম শ্রেণি

সপ্তম শ্রেণির পড়াশোনা

অধ্যায় ৫

মানুষের তৈরি পুরোনো কোনো স্থাপত্য নিদর্শনকে পুরাকীর্তি বলে। বাংলাদেশে অনেক পুরাকীর্তি আছে, যেগুলোর কোনো কোনোটি হাজার বছরের বেশি পুরোনো। যেমন বগুড়ার মহাস্থানগড়, নওগাঁর সোমপুর বিহার, বাগেরহাটের ষাটগম্বুজ মসজিদ, দিনাজপুরের কান্তজিউ মন্দির, ঢাকার আহসান মঞ্জিল ইত্যাদি। 

তোমার এলাকার অন্তত ৫০ বছরের পুরোনো কোনো স্থাপত্য সম্পর্কে ১০০ থেকে ১৫০ শব্দের মধ্যে একটি বিবরণ লেখো।

নিচে কয়েকটি নির্দেশনা দেওয়া হলো:

১. তোমরা প্রত্যেকে এলাকার অন্তত ৫০ বছরের পুরোনো যেকোনো একটি স্থাপত্য সম্পর্কে ১০০ থেকে ১৫০ শব্দের মধ্যে একটি বিবরণ লিখবে। পুরাকীর্তিটি হতে পারে কোনো পুরোনো বাড়ি, ধর্মীয় প্রতিষ্ঠান, সমাধিস্থল, প্রশাসনিক ভবন ইত্যাদি।

২. তোমার আশপাশের এলাকার মধ্যে যদি এ ধরনের অন্তত ৫০ বছরের পুরোনো স্থাপত্য না থাকে, তাহলে দূরবর্তী এলাকার বা নিজ জেলার অন্য যেকোনো পুরাকীর্তি সম্পর্কে লিখতে পারো। তাই প্রথমে কোন পুরাকীর্তি সম্পর্কে লিখবে, তা নিয়ে চিন্তা করে স্থানটি বাছাই করো।

৩. পুরাকীর্তিটি সম্পর্কে প্রয়োজনীয় তথ্য জোগাড় করো। এ জন্য বন্ধু, আত্মীয়, এলাকার প্রবীণদের সহযোগিতা নিতে পারো। ইন্টারনেটে খুঁজেও পুরাকীর্তিটি সম্পর্কে তথ্য সংগ্রহ করতে পারো। 

জাহেদ হোসেন, সিনিয়র শিক্ষক, বিয়াম মডেল স্কুল অ্যান্ড কলেজ, ঢাকা