Thank you for trying Sticky AMP!!

প্রাথমিক বৃত্তি পরীক্ষা ২০২২ - গণিত (১০)

গণিত বিষয়ে পুরো পাঠ্যবই থেকে ১৫ টি বহুনির্বাচনি প্রশ্ন থাকবে। এবং দুটি সমস্যা সমাধানমূলক প্রশ্ন থাকবে যার নম্বর ৫ করে ১০ গণিতে মোট ২৫ নম্বর

সঠিক উত্তরে টিক (√) চিহ্ন দাও

১. এক কুইন্টাল চালের দাম ৫৯০০ টাকা। এক কেজি চালের দাম কত?

ক. ৪৯ টাকা খ. ৫৯ টাকা

গ. ৬০ টাকা ঘ. ৬২ টাকা

২. হিসাব বের করো: ৬০–(৩×২) +১৬ = কত?

ক. ৫০ খ. ৬০

গ. ৭০ ঘ. ৮০

৩. দিবা ৪ মিনিটে ২০০ মিটার হাঁটে। আধা ঘণ্টায় কত মিটার হাঁটতে পারবে?

ক. ৫০০ মিটার খ. ১০০০ মিটার

গ. ১৫০০ মিটার ঘ. ১৮০০ মিটার

৪. হিসাব করো: (২৪–১৮) ৩+৮ = কত?

ক. ১০ খ. ১৫

গ. ১৬ ঘ. ২০

৫. হিসাব করো: {(১০০২৫) (৮২)} = কত?

ক. ১ খ. ২৫

গ. ৩০ ঘ. ৭৫

৬. একটি পেনসিলের দাম ৮ টাকা। তাহলে ২৪টি পেনসিলের দাম কত?

ক. ১২৫ খ. ১৩২

গ. ১৮৫ ঘ. ১৯২ টাকা

৭. (৬+ক) × ৩ = ৩০ হলে, ‘ক’ এর মান কত?

ক. ৪ খ. ৬

গ. ৮ ঘ. ১০

৮. একটি মৌলিক সংখ্যার কয়টি গুণনীয়ক থাকে?

ক. ২টি খ. ৩টি

গ. ৪টি ঘ. ৫টি

সঠিক উত্তর

১.খ ২.গ ৩.গ ৪.ক ৫.ক ৬.ঘ ৭.ক ৮.ক

রণজিৎ কুমার শীল, সিনিয়র শিক্ষক, ধানমন্ডি সরকারি বালিকা উচ্চবিদ্যালয়, ঢাকা