Thank you for trying Sticky AMP!!

সংক্ষেপে জেনে রাখি - লাইসোজোম, জলবিন্দু বসতি, তৃতীয় বৃহত্তম গ্রহ, সুষম খাদ্য

লাইসোজোম

লাইসোজোম নিয়ে থ্রিডি ভিডিও দেখতে এখানে ক্লিক করুন। লাইসোজোম জীবকোষকে জীবাণুর হাত থেকে রক্ষা করে। এর উৎসেচক আগত জীবাণুগুলোকে হজম করে ফেলে। এর পরিপাক উৎসেচকগুলো একটি পর্দা দ্বারা আলাদা করা থাকে, তাই অন্যান্য কোষ এর সংস্পর্শে এলেও সেগুলো হজম হয় না। দেহে অক্সিজেনের অভাব হলে লাইসোজোমের পর্দা ক্ষতিগ্রস্ত হয়।

জলবিন্দু বসতি

শুষ্ক অঞ্চলে যেখানে বৃষ্টির পরিমাণ খুবই কম (যেমন- মরু ও মরুপ্রায় অঞ্চল) সেখানে জল সব জায়গায় পাওয়া যায় না বলে জলের অভাব প্রকট হয়। সেসব অঞ্চলে যে কোনো একটি বা দুটি জলের উৎসকে কেন্দ্র করে জনবসতি গড়ে উঠতে দেখা যায়, তখন তাকে বাংলায় জলবিন্দু বসতি বা ইংরেজিতে Wet Point Settlement বলে।

তৃতীয় বৃহত্তম গ্রহ

ইউরেনাস সৌরজগতের তৃতীয় বৃহত্তম গ্রহ। এই গ্রহ সূর্য থেকে ২৮৭ কোটি কিলোমিটার দূরে অবস্থিত। সূর্যকে প্রদক্ষিণ করতে এই গ্রহের সময় লাগে ৮৪ বছর। ইউরেনাসের গড় ব্যাস ৪৯ হাজার কিলোমিটার। গ্রহটি হালকা পদার্থ দিয়ে গঠিত, এর আবহমণ্ডলে মিথেন গ্যাসের পরিমাণ বেশি। ইউরেনাসের উপগ্রহ সংখ্যা ২৭।

সুষম খাদ্য

সুষম খাদ্য গ্রহণ করা খুবই গুরুত্বপূর্ণ। সুস্থ ও সবল থাকার জন্য আমাদের সঠিক পরিমাণ পুষ্টি উপাদান প্রয়োজন। আমাদের বয়স ও কাজের ধরন অনুযায়ী সঠিক পরিমাণে সুষম খাদ্য গ্রহণ করতে হবে। তবে যারা বেশি শারীরিক পরিশ্রমের কাজ করে, তাদের বেশি খাদ্যের প্রয়োজন।

Also Read: সংক্ষেপে জেনে রাখি - প্রশান্ত মহাসাগর, কর্কটক্রান্তি রেখা, ভঙ্গিল পর্বতমালা, মহানগর