Thank you for trying Sticky AMP!!

এইচএসসি ২০২৪ - সমাজকর্ম ২ম পত্র | অধ্যায় ২ : বহুনির্বাচনি প্রশ্ন (১১-২০)

পুনর্বিন্যাসকৃত সিলেবাস অনুসারে

অধ্যায় ২

১১. বিভিন্ন সামাজিক ও ব্যক্তিগত কলহের কারণে সমাজের অনেক মানুষ কীভাবে ক্ষতিগ্রস্ত হন?

ক. শারীরিকভাবে খ. দৈহিকভাবে

গ. মানসিকভাবে ঘ. আর্থিকভাবে

১২. জহির মাদকাসক্ত। জহিরের চিকিৎসার জন্য কোন সমাজকর্মীরা কাজ করে থাকেন?

ক. চিকিৎসা সমাজকর্মীরা

খ. হাসপাতাল সমাজকর্মীরা

গ. ক্লিনিক্যাল সমাজকর্মীরা

ঘ. সাইকিয়াট্রিক সমাজকর্মীরা

১৩. ‘Rapport’ বলতে সমাজকর্মে কী বোঝায়?

ক. সমাজকর্মীর দায়িত্ব

খ. সমাজকর্মীর সীমাবদ্ধতা

গ. সমাজকর্মী ও সাহায্যার্থীর পেশাগত সম্পর্ক

ঘ. মাঠকর্মী ও একাডেমিক তত্ত্বাবধায়কের দায়িত্ব

১৪. কোন কিছুই বোঝেন না—

i. বয়স্ক রোগীরা

ii. অজ্ঞ রোগীরা

iii. অশিক্ষিত রোগীরা

নিচের কোনটি সঠিক?

ক. i ও ii খ. i ও iii

গ. ii ও iii ঘ. i, ii ও iii

১৫. ছাত্রছাত্রীরা বিদ্যালয়ে গমনের পর কিসের শিকার হয়?

ক. সামাজিক দুর্যোগের

খ. প্রাকৃতিক দুর্যোগের

গ. অর্থনৈতিক দৈন্যতার

ঘ. শারীরিক ও মানসিক প্রতিবন্ধকতার

Also Read: এইচএসসি ২০২৪ - সমাজকর্ম ১ম পত্র | অধ্যায় ১ : বহুনির্বাচনি প্রশ্ন (৭১-৮০)

১৬. কোনটি মানবজীবনের একটি গুরুত্বপূর্ণ মৌলিক চাহিদা?

ক. চিকিৎসা খ. আইন

গ. গল্প করা ঘ. গান করা

১৭. চিকিৎসা সমাজকর্ম সাধারণত কোন কেন্দ্রিক হয়ে থাকে?

ক. ব্যক্তিকেন্দ্রিক খ. দলকেন্দ্রিক

গ. সমষ্টিকেন্দ্রিক ঘ. হাসপাতালকেন্দ্রিক

১৮. কোন ক্ষেত্রে রোগ ও রোগী পৃথক নয়?

ক. ব্যক্তিবিশেষ ক্ষেত্রে খ. দলের ক্ষেত্রে

গ. আইনের ক্ষেত্রে ঘ. চিকিৎসা ক্ষেত্রে

১৯. ‘Social Diagnosis’ গ্রন্থের লেখক কে?

ক. চালস পি ইমারসন

খ. রিচার্ড সি ক্যাবোট

গ. ম্যারি রিচমন্ড

ঘ. চার্লস এস লক

২০. মানুষের গোপনীয়তা জানতে কোন পদ্ধতি অনন্য?

ক. পর্যবেক্ষণ খ. প্রশ্নপত্র

গ. ডকুমেন্ট স্টাডি ঘ. গ্রামীণ সমীক্ষা

সঠিক উত্তর

অধ্যায় ২: ১১.গ ১২.গ ১৩.গ ১৪.গ ১৫.ঘ ১৬.ক ১৭.ঘ ১৮.ঘ ১৯.গ ২০.ক

মাহমুদ বিন আমিন, প্রভাষক, সরকারি শহীদ সোহরাওয়ার্দী কলেজ, ঢাকা

Also Read: এইচএসসি ২০২৪ - সমাজকর্ম ১ম পত্র | অধ্যায় ১ : বহুনির্বাচনি প্রশ্ন (৬১-৭০)