Thank you for trying Sticky AMP!!

ভূগোল ১ম পত্র - এইচএসসি ২০২৪

পুনর্বিন্যাসকৃত সিলেবাস অনুসারে

অধ্যায় ৩

নিচের উদ্দীপকটি পড়ে ৪৪ ও ৪৫ নম্বর প্রশ্নের উত্তর দাও।

মহাসেন ১৬ মে ২০১৩ সালে পটুয়াখালী জেলার খেপুপাড়ায় আঘাত হানার মাধ্যমে উপকূল অতিক্রম করে। এরপর তা ভোলা, বরগুনাসহ বিভিন্ন এলাকায় বৃষ্টি ঝরিয়ে মেঘনা মোহনা দিয়ে স্থলভাগ অতিক্রম করে।

৪৪. উদ্দীপকের দুর্যোগটি কী ধরনের বায়ুমণ্ডলীয় গোলযোগ?

ক. টর্নেডো খ. কালবৈশাখী

গ. ঘূর্ণিঝড় ঘ. টাইফুন

৪৫. উক্ত মহাসেনের প্রভাব উপকূলীয় অঞ্চলে দেখা যায়—

i. প্রাণহানি

ii. অবকাঠামো বিনষ্ট

iii. লবণাক্ত পানির প্রবেশ

নিচের কোনটি সঠিক?

ক. i ও ii খ. i ও iii

গ. ii ও iii ঘ. i, ii ও iii

উদ্দীপকের আলোকে ৪৬ ও ৪৭ নম্বর প্রশ্নের উত্তর দাও।

৪৬. চিত্র দুটি নদীর কোন অবস্থায় দেখা যায়?

ক. পার্বত্য খ. সমভূমি

গ. শেষ ঘ. মধ্য

৪৭. A ও B নম্বর চিত্রের ভূমিরূপ গঠিত হয় নদীর—

i. ক্ষয়কার্যের ফলে

ii. পার্বত্য অবস্থায়

iii. সঞ্চয়কার্যের ফলে

নিচের কোনটি সঠিক?

ক. i ও ii খ. i ও iii

গ. ii ও iii ঘ. i, ii ও iii

৪৮. কত সালের ভূমিকম্পে পুরাতন ব্রহ্মপুত্র নদের গতিপথের পরিবর্তন হয়?

ক. ১৬৮৭ সালে খ. ১৭৮৭ সালে

গ. ১৮৮৭ সালে ঘ. ১৮৯০ সালে

Also Read: ভূগোল ১ম পত্র - এইচএসসি ২০২৪

৪৯. পৃথিবীর ওপর কয়টি বল কার্যরত রয়েছে?

ক. ২টি খ. ৫টি

গ. ৭টি ঘ. ৯টি

৫০. বাংলাদেশ ও মিয়ানমারের সীমানা নির্দেশক নদী কোনটি?

ক. কর্ণফুলী খ. হালদা

গ. মেঘনা ঘ. নাফ

৫১. ভূমিকম্পের ‘শক্তি পরিমাপক’ স্কেলের নাম কী?

ক. সিসমোগ্রাফ খ. ভার্নিয়ার স্কেল

গ. সরল স্কেল ঘ. রিখটার স্কেল

৫২. পৃথিবীর ‘বৃহত্তম মরুভূমি’ কোথায় অবস্থিত?

ক. আফ্রিকায় খ. ইউরোপে

গ. এশিয়ায় ঘ. অস্ট্রেলিয়ায়

৫৩. ‘সুনামি’ কোন দেশি শব্দ?

ক. ইংরেজি খ. বাংলা

গ. জাপানি ঘ. ফরাসি

৫৪. আগ্নেয়গিরির অগ্ন্যুৎপাতের সময় কোন ধরনের গ্যাস উৎপন্ন হয়?

ক. কার্বন ডাই–অক্সাইড

খ. নাইট্রেট

গ. ওজোন

ঘ. নাইট্রোজেন

৫৫. জৈবিক বিচূর্ণীভবন কত প্রকার?

ক. ২ প্রকার খ. ৩ প্রকার

গ. ৪ প্রকার ঘ. ৫ প্রকার

সঠিক উত্তর

অধ্যায় ৩: ৪৪.গ ৪৫.ঘ ৪৬.ক ৪৭.ক ৪৮.খ ৪৯.ক ৫০.ঘ ৫১.ঘ ৫২.ক ৫৩.গ ৫৪.ক ৫৫.খ

মো. শাকিরুল ইসলাম, প্রভাষক, ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজ, ঢাকা

Also Read: ভূগোল ১ম পত্র - এইচএসসি ২০২৪