
অষ্টম শ্রেণির পড়াশোনা
১১. প্রত্ননিদর্শনের মাধ্যমে ধারণা লাভ করা যায় সেকালের মানুষের—
i. সামাজিক ও সাংস্কৃতিক অবস্থা
ii. জীবনযাত্রা, বিশ্বাস-সংস্কার
iii. রুচি বা দৃষ্টিভঙ্গি
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii খ. i ও iii
গ. ii ও iii ঘ. i, ii ও iii
১২. ঢাকার মসজিদগুলো কোন স্থাপত্যরীতিতে তৈরি?
ক. ইংরেজ খ. মুঘল
গ. পাকিস্তানি ঘ. পারস্য
১৩. লক্ষ্মীবাজারের কোন মসজিদটি স্থাপত্যশিল্পের চমৎকার নিদর্শন?
ক. চিনি টিকরি মসজিদ
খ. বেচারাম দেউড়ি মসজিদ
গ. সদরঘাট জামে মসজিদ
ঘ. সদরঘাট পোস্ট অফিস জামে মসজিদ
১৪. তাজহাট জমিদারবাড়ি কোথায় অবস্থিত?
ক. ময়মনসিংহে খ. রংপুরে
গ. মানিকগঞ্জে ঘ. সোনারগাঁয়ে
১৫. নাটোরের দিঘাপতিয়ার জমিদার বাড়িটি এখন কী নামে পরিচিত?
ক. গণভবন
খ. বঙ্গভবন
গ. উত্তরা গণভবন
ঘ. উত্তর বঙ্গের সংসদ ভবন
১৬. বাহাদুর শাহ পার্কের পূর্ব নাম কী?
ক. রমনা পার্ক খ. ভিক্টোরিয়া পার্ক
গ. শিশু পার্ক ঘ. ব্রিটিশ পার্ক
১৭. ভিক্টোরিয়া পার্কের নামকরণ করেন কে?
ক. নওয়াব আবদুল গণি
খ. নওয়াব আবদুল লতিফ
গ. নবাব সলিমুল্লাহ
ঘ. হোসেন শহীদ সোহরাওয়ার্দী
১৮. আন্টাঘর নামের সঙ্গে জড়িয়ে আছে কোন যুদ্ধের ইতিহাস?
ক. বাংলাদেশের স্বাধীনতাযুদ্ধের ইতিহাস
খ. পাকিস্তানের স্বাধীনতাযুদ্ধের ইতিহাস
গ. ভারতের স্বাধীনতাযুদ্ধের ইতিহাস
ঘ. ভারতের ষড়যন্ত্রের ইতিহাস
১৯. সিপাহি বিদ্রোহ হয় কত সালে?
ক. ১৭৫৭ খ. ১৭৫৮
গ. ১৮৪৭ ঘ. ১৮৫৭
২০. রানি ভিক্টোরিয়া কে ছিলেন?
ক. ইংল্যান্ডের রানি
খ. ভারতের রানি
গ. জাপানের রানি
ঘ. চীনের রানি
সঠিক উত্তর
অধ্যায় ৪: ১১.ঘ ১২.খ ১৩.ক ১৪.খ ১৫.গ ১৬.খ ১৭.ক ১৮.গ ১৯.ঘ ২০.ক
মুহাম্মদ মিজানুর রহমান, সহকারী শিক্ষক, পিরোজপুর সরকারি বািলকা উচ্চবিদ্যালয়