Thank you for trying Sticky AMP!!

এসএসসি ২০২৪ - পৌরনীতি ও নাগরিকতা | অধ্যায় ৪ : বহুনির্বাচনি প্রশ্ন (৩১-৪০)

পুনর্বিন্যাসকৃত সিলেবাস অনুসারে

অধ্যায় ৪

৩১. গণতান্ত্রিক ব্যবস্থায় আমরা দেখতে পাই—

i. একাধিক রাজনৈতিক দল

ii. প্রতিনিধিত্বশীল শাসনব্যবস্থা

iii. শাসনকার্যে সকলের অংশগ্রহণ

নিচের কোনটি সঠিক?

ক. i ও ii খ. i ও iii

গ. ii ও iii ঘ. i, ii ও iii

৩২. এককেন্দ্রিক সরকারব্যবস্থায় সরকারের সব ক্ষমতা কার হাতে ন্যস্ত থাকে?

ক. সরকারি কর্মকর্তার

খ. প্রধান বিচারপতির

গ. কেন্দ্রীয় সরকারের

ঘ. জনগণের

৩৩. এককেন্দ্রিক রাষ্ট্র পরিচালনা করা হয় কোথা থেকে?

ক. কেন্দ্র থেকে খ. জেলা থেকে

গ. বিভাগ থেকে ঘ. উপজেলা থেকে

৩৪. কোন রাষ্ট্রে এককেন্দ্রিক ব্যবস্থা বিদ্যমান?

ক. যুক্তরাজ্য খ. ভারত

গ. কানাডা ঘ. মার্কিন যুক্তরাষ্ট্র

৩৫. ক্ষমতা বণ্টনের নীতির ভিত্তিতে বাংলাদেশ কোন ধরনের রাষ্ট্র?

ক. যুক্তরাষ্ট্র খ. এককেন্দ্রিক

গ. একনায়কতান্ত্রিক ঘ. রাজতান্ত্রিক

Also Read: এসএসসি ২০২৪ - তথ্য ও যোগাযোগ প্রযুক্তি | অধ্যায় ৫ : বহুনির্বাচনি প্রশ্ন (১১-২০)

৩৬. এককেন্দ্রিক রাষ্ট্রে কিসের মাধ্যমে রাষ্ট্রের সব শাসনতান্ত্রিক ক্ষমতা কেন্দ্রীয় সরকারের হাতে ন্যস্ত করা হয়?

ক. কর্তৃত্বের খ. সংবিধানের

গ. প্রথার ঘ. আইনের

৩৭. যুক্তরাষ্ট্রীয় সরকারের উদাহরণ কোনটি?

ক. বাংলাদেশ খ. শ্রীলঙ্কা

গ. মালদ্বীপ ঘ. ভারত

৩৮. বিশ্বের প্রায় সব যুক্তরাষ্ট্র কোন ধরনের?

ক. অনুন্নত খ. উন্নয়নশীল

গ. উন্নত ঘ. অতি অনুন্নত

৩৯. কল্যাণমূলক রাষ্ট্রের বৈশিষ্ট্য হচ্ছে—

i. অসচ্ছলদের ওপর উচ্চহারে কর ধার্য

ii. রাস্তাঘাট নির্মাণ

iii. খাদ্যে ভর্তুকি প্রদান

নিচের কোনটি সঠিক?

ক. i ও ii খ. i ও iii

গ. ii ও iii ঘ. i, ii ও iii

৪০. বাংলাদেশের সরকারব্যবস্থা কেমন?

ক. এককেন্দ্রিক খ. রাজতান্ত্রিক

গ. যুক্তরাষ্ট্রীয় ঘ. রাষ্ট্রপতি শাসিত

সঠিক উত্তর

অধ্যায় ৪: ৩১.ঘ ৩২.গ ৩৩.ক ৩৪.ক ৩৫.খ ৩৬.খ ৩৭.ঘ ৩৮.গ ৩৯.গ ৪০.ক

শামীমা ইয়াসমিন, প্রভাষক, রাজউক উত্তরা মডেল কলেজ, ঢাকা

Also Read: এসএসসি ২০২৪ - তথ্য ও যোগাযোগ প্রযুক্তি | অধ্যায় ৫ : বহুনির্বাচনি প্রশ্ন (২১-৩০)