
পুনর্বিন্যাসকৃত সিলেবাস অনুসারে
১. পৌরসভার মধ্যে অংশীদারি ব্যবসায় গঠনে কোনটি প্রয়োজন হয়?
ক. নিবন্ধন পত্র
খ. ট্রেড লাইসেন্স
গ. প্রত্যয়নপত্র
ঘ. কার্য আরম্ভের অনুমতি
২. কোন ধরনের ব্যক্তি অংশীদারি কারবারের সদস্য হতে পারে না?
ক. সাবালক খ. প্রাপ্তবয়স্ক
গ. নাবালক ঘ. বিধবা নারী
৩. নিচের কোনটি অংশীদারি ব্যবসায়ের ক্ষেত্রে বাধ্যতামূলক?
ক. চুক্তি খ. দলিল
গ. নিবন্ধন ঘ. আইনগত সত্তা
৪. কোনো অংশীদার ব্যবসায়ে ক্ষতিসাধন করলে তার বিরুদ্ধে কী ব্যবস্থা নেওয়া যাবে?
ক. তাকে বহিষ্কার করা যাবে
খ. তার কমিশন কর্তন করা যাবে
গ. সম্মিলিতভাবে সবাই দায়ী হবে
ঘ. তার বিরুদ্ধে মামলা করা যাবে
৫. কখন অংশীদারি ব্যবসায়ের নিবন্ধন কার্য সম্পন্ন হয়?
ক. নিবন্ধক স্বাক্ষর করলে
খ. নিবন্ধকের সিলমোহর দিলে
গ. নিবন্ধক আবেদন পড়ে সন্তুষ্ট হলে
ঘ. নিবন্ধক স্বাক্ষর ও সীলমোহর দিলে
৬. কোন ক্ষেত্রে প্রতিষ্ঠানের সম্পদ উদ্ধারের জন্য অংশীদারেরা আদালতে মামলা করতে পারবে?
ক. নিবন্ধিত চুক্তির ক্ষেত্রে
খ. লিখিত চুক্তির ক্ষেত্রে
গ. প্রতিষ্ঠান বিলুপ্তির পর
ঘ. অনিবন্ধিত ও নিবন্ধিত চুক্তির ক্ষেত্রে
৭. অংশীদারি ব্যবসায়ের আর্থিক বিবরণীতে মুনাফা–সংক্রান্ত হিসাবের অংশে কোন হিসাবটি প্রস্তুত করা হয়?
ক. লাভ–লোকসান বণ্টন
খ. লাভ–লোকসান
গ. অতিরিক্ত মূলধন
ঘ. সমন্বিত লাভ–লোকসান
৮. চুক্তিপত্রে উল্লেখ না থাকলে অংশীদারদের অধিকার কেমন?
ক. কম খ. বেশি
গ. সমান ঘ. মূলধন অনুপাত
৯. অংশীদারদের সঙ্গে ব্যবসায়ের দেনা–পাওনা সমন্বয় করে কী নির্ণয় করা হয়?
ক. প্রকৃত মুনাফা
খ. মোট মুনাফা
গ. সঞ্চিত মুনাফা
ঘ. বণ্টনযোগ্য মুনাফা বা ক্ষতি
১০. লাভ–লোকসান আবণ্টন হিসাবের ব্যালেন্স কোথায় স্থানান্তর করা হয়?
ক. লাভ–লোকসান হিসাবে
খ. আর্থিক বিবরণীতে
গ. মূলধন বা চলতি হিসাবে
ঘ. স্থিতিশীল মূলধন হিসাবে
সঠিক উত্তর
অধ্যায় ২: ১.খ ২.গ ৩.ক ৪.ঘ ৫.ঘ ৬.ক ৭.ক ৮.গ ৯.ঘ ১০.গ
মোহাম্মদ জয়নাল আবেদীন, প্রভাষক, সিদ্ধেশ্বরী কলেজ, ঢাকা