Thank you for trying Sticky AMP!!

সিন্ধু সভ্যতার নিদর্শন

ভূগোল ১ম পত্র - এইচএসসি ২০২৪

পুনর্বিন্যাসকৃত সিলেবাস অনুসারে

অধ্যায় ৮

৩৮. হরপ্পা মহেঞ্জোদারো কোন নদীর অববাহিকায় অবস্থিত?

ক. সিন্ধু খ. গঙ্গা

গ. নীল ঘ. আমাজান

৩৯. ঢাকা কোন ধরনের শহর?

ক. শিল্প খ. প্রশাসনিক

গ. বিনোদন ঘ. সাংস্কৃতিক

৪০. প্রাচীনকালে মানুষের বসতি কেমন ছিল?

ক. ছড়ানো খ. পুঞ্জীভূত

গ. বি​ক্ষিপ্ত ঘ. বিচ্ছিন্ন

৪১. শহরে জনসংখ্যা ক্রমেই কেন বাড়ছে?

ক. কারণ ছাড়াই

খ. অভিবাসনের কারণে

গ. সুবিধার কারণে

ঘ. সন্তানের কারণে

৪২. অনুর্বর মাটিতে কোন ধরনের জনবসতি গড়ে ওঠে?

ক. পুঞ্জীভূত খ. বৃত্তাকার

গ. বি​ক্ষিপ্ত ঘ. সরলরৈখিক

Also Read: ভূগোল ১ম পত্র - এইচএসসি ২০২৪

৪৩. বি​ক্ষিপ্ত বসতির যথার্থ বৈশিষ্ট্য—

i. বসতির মধ্যে ব্যবধান

ii. সামাজিক ঐক্য

iii. ক্ষুদ্র পরিবারভুক্ত বসতি

নিচের কোনটি সঠিক?

ক. i ও ii খ. i ও iii

গ. ii ও iii ঘ. i, ii ও iii

৪৪. মাটি অনুর্বর হলে কোন ধরনের জনবসতি গড়ে ওঠে?

ক. বি​ক্ষিপ্ত জনবসতি

খ. পৌর জনবসতি

গ. সংঘবদ্ধ জনবসতি

ঘ. রৈখিক জনবসতি

৪৫. নিচের কোন বসতিতে বাড়িগুলো একই সরল রেখায় গড়ে ওঠে?

ক. রৈখিক খ. বি​ক্ষিপ্ত

গ. গোষ্ঠীবদ্ধ ঘ. নগর

৪৬. ওয়াসা কোন নদীর পানি পরিশোধন করে বিতরণ করে?

ক. পদ্মা খ. মেঘনা

গ. বুড়িগঙ্গা ঘ. শীতলক্ষ্যা

৪৭. ঢাকা ওয়াসা কর্তৃক সরবরাহের ক্ষমতা কত কোটি গ্যালন পানি?

ক. ১২ কোটি গ্যালন

খ. ১৪ কোটি গ্যালন

গ. ১৬ কোটি গ্যালন

ঘ. ১৮ কোটি গ্যালন

সঠিক উত্তর

অধ্যায় ৮: ৩৮.ক ৩৯.খ ৪০.খ ৪১.খ ৪২.গ ৪৩.গ ৪৪.ক ৪৫.ক ৪৬.গ ৪৭.ঘ

মিজানুর রহমান, শিক্ষক, ধানমন্ডি সরকারি বালক উচ্চবিদ্যালয়, ঢাকা

Also Read: ভূগোল ১ম পত্র - এইচএসসি ২০২৪