Thank you for trying Sticky AMP!!

অর্থনীতি ২য় পত্র - এইচএসসি ২০২৪

পুনর্বিন্যাসকৃত সিলেবাস অনুসারে

[পূর্ববর্তী লেখার পর]

অধ্যায় ২

১৪. যে খামারে একাধিক কৃষিপণ্যের উৎপাদন হয়, তাকে কী বলে?

ক. মিশ্র খামার

খ. যৌথ খামার

গ. বিশেষায়িত খামার

ঘ. বহুমুখী খামার

১৫. BRRI–এর পূর্ণরূপ কী?

ক. Bangladesh Rice Research Institute

খ. Bangladesh Road Research Institute

গ. Bangladesh Rice Record Institute

ঘ. Bangladesh Rural Research Institute

১৬. ফসল উৎপাদনের ভিত্তিতে কৃষি খামার কত প্রকার?

ক. ২ প্রকার খ. ৩ প্রকার

গ. ৪ প্রকার ঘ. ৫ প্রকার

১৭. Biotechnology শব্দটি প্রথম কে ব্যবহার করেন?

ক. কার্ল এরিসন খ. কার্ল মার্ক্স

গ. কার্ল এরিকি ঘ. কার্ল ড্রেসলার

১৮. স্ট্র মাশরুমের উৎপাদন কখন হয়?

ক. সারা বছর খ. বর্ষাকালে

গ. শীতকালে ঘ. গরমকালে

১৯. কোন রপ্তানি পণ্যকে ‘White Gold’ বলা হয়?

ক. চিংড়ি খ. তৈরি পোশাক

গ. পাটের আঁশ ঘ. চিনি

২০. মালিকানার ভিত্তিতে কৃষি খামার কত প্রকার?

ক. ২ প্রকার খ.৩ প্রকার

গ. ৪ প্রকার ঘ. ৫ প্রকার

Also Read: বহুনির্বাচনি প্রশ্ন (১-১০) : অধ্যায় ২ | ব্যবসায় সংগঠন ও ব্যবস্থাপনা ১ম পত্র - এইচএসসি ২০২৪

২১. ‘সাদা সোনা’ বলা হয় কোনটিকে?

ক. পাট খ. চিংড়ি

গ. ধান ঘ. ইলিশ

২২. বন্যাপ্রবণ এলাকায় ব্যবহৃত ধানবীজ কোনটি?

ক. ব্রি ধান-৫২ খ. ব্রি ধান-৫৩

গ. ব্রি ধান-৫৪ ঘ. ব্রি ধান-৫৫

২৩. কৃষিঋণের উৎস কয়টি?

ক. ২টি খ. ৩টি

গ. ৪টি ঘ. ৫টি

উদ্দীপকটি পড়ে ২৪ নম্বর প্রশ্নের উত্তর দাও।

সাব্বির স্নাতকোত্তর শেষ করে কোনো চাকরি না পেয়ে হতাশায় ভুগছে। এ অবস্থায় সে একটি এনজিও থেকে পাঁচ বছর মেয়াদি ঋণ নিয়ে তাদের জমিতে ড্রাগন ফলের চাষ শুরু করে।

২৪. মেয়াদ অনুসারে কৃষিঋণ কত প্রকার?

ক. ২ প্রকার খ.৩ প্রকার

গ. ৪ প্রকার ঘ. ৫ প্রকার

সঠিক উত্তর

অধ্যায় ২: ১৪.ঘ ১৫.ক ১৬.খ ১৭.গ ১৮.ঘ ১৯.ক ২০.খ ২১.খ ২২.ক ২৩.ক ২৪.খ

শেখ আবু সাঈদ আবদুল্লাহ্​, প্রভাষক, ভাষাসৈনিক অজিত গুহ মহাবিদ্যালয়, কুমিল্লা

[পরবর্তী দিনের লেখা]

Also Read: বহুনির্বাচনি প্রশ্ন (৩১-৪০) : অধ্যায় ২ | অর্থনীতি ২য় পত্র - এইচএসসি ২০২৪