উপসর্গ: উপসর্গের মাধ্যমে শব্দ গঠন বাংলা ভাষায় নতুন শব্দ গঠনের অন্যতম প্রক্রিয়া। যেসব শব্দের প্রথম অংশের সাধারণত কোনো অর্থ থাকে না, কিন্তু দ্বিতীয় অংশের সুনির্দিষ্ট অর্থ থাকে, সেসব শব্দকে বলা হয় উপসর্গ সাধিত শব্দ।
শব্দের আগে বসা অর্থহীন অংশের নাম উপসর্গ। যেমন প্রগতি শব্দের ‘প্র’ একটি উপসর্গ।
উপসর্গ সাধিত কয়েকটি শব্দের নমুনা:
জাহেদ হোসেন, সিনিয়র শিক্ষক, বিয়াম মডেল স্কুল অ্যান্ড কলেজ, ঢাকা