Thank you for trying Sticky AMP!!

বাংলা ১ম পত্র - এসএসসি ২০২৪

পূর্ণাঙ্গ সিলেবাস অনুসারে

[পূর্ববর্তী লেখার পর]

আমি কোনো আগন্তুক নই

২২. কবি আহসান হাবীবের কবিতায় কিসের বিরুদ্ধে বক্তব্য ফুটে উঠেছে?

ক. শোষণ ও অনাচার খ. সামাজিক বৈষম্য

গ. সাম্প্রদায়িকতা ঘ. পরাধীনতা

২৩. ‘আমি কোনো আগন্তুক নই’ কবিতায় কোন ধরনের পাখিরা কবিকে চেনে?

ক. ক্লান্ত বিকেলের পাখিরা

খ. হাওর–বিলের পাখিরা

গ. অতিথি পাখিরা

ঘ. শিকারি পাখিরা

২৪. ‘আমি কোনো আগন্তুক নই’—কবিতায় উল্লিখিত মাছরাঙা কোন গাছে বসে আছে?

ক. জারুল খ. জামরুল

গ. ডুমুর ঘ. হিজল

২৫. ‘আমি কোনো আগন্তুক নই’ কবিতায় কবিকে কে চেনে বলে উল্লেখ করেছেন?

ক. জোনাকি খ. বাঁশবাগান

গ. জমিনের ফুল ঘ. মাছরাঙা

২৬. ‘খোদার কসম আমি ভিনদেশি পথিক নই আমি কোনো আগন্তুক নই’—কবির এই বলিষ্ঠ উচ্চারণের পেছনে কোন চেতনা সক্রিয় ছিল?

ক. ধর্মভীরুতা খ. প্রকৃতিপ্রেম

গ. স্বদেশপ্রীতি ঘ. সাম্যবাদ

২৭. ‘এখানে থাকার নাম সর্বত্রই থাকা’—কবি কোন নিয়মে সর্বত্র থাকেন?

ক. স্বদেশের সান্নিধ্যের সর্বব্যাপকতা

খ. স্বদেশ অনুভবের বিহ্বলতা

গ. স্বদেশপ্রেমের আকুলতা

ঘ. স্বদেশের সবকিছুই চেনাজানা

Also Read: ফিন্যান্স ও ব্যাংকিং - এসএসসি ২০২৪

২৮. কবি চিরচেনা স্বজন বলেছেন কাকে?

ক. কদম আলীকে খ. মাছরাঙাকে

গ. আগন্তুককে ঘ. অতিথিকে

২৯. ‘আমি কোনো আগন্তুক নই’ কবিতাটির নামকরণ করা হয়েছে কিসের ওপর ভিত্তি করে?

ক. বিষয়বস্তু খ. মূল বক্তব্য

গ. আঙ্গিক ঘ. চরিত্রানুষঙ্গ

৩০. ‘তারা জানে, আমি কোনো আগন্তুক নই’—এই চরণে কবি কাদের কথা বলেছেন?

ক. খররৌদ্র, জলজ বাতাস

খ. জলজ বাতাস, টলমল শিশির

গ. কার্তিকের ধান, চিরোল পাতা

ঘ. নিশিন্দার ছায়া, ধানের মঞ্জরি

সঠিক উত্তর

আমি কোনো আগন্তুক নই: ২২.খ ২৩.ক ২৪.গ ২৫.ঘ ২৬.গ ২৭.ক ২৮.ক ২৯.খ ৩০.ক

মোস্তাফিজুর রহমান, শিক্ষক, বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ পাবলিক কলেজ, ঢাকা

[পরবর্তী দিনের লেখা]

Also Read: ফিন্যান্স ও ব্যাংকিং - এসএসসি ২০২৪