Thank you for trying Sticky AMP!!

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে মাস্টার্স (EMSS) কোর্সে ভর্তির সুযোগ

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ইনফরমেশন সায়েন্স অ্যান্ড লাইব্রেরি ম্যানেজমেন্ট বিভাগে নিজ খরচে দুই বছর মেয়াদি সান্ধ্য মাস্টার্স ইএমএসএস প্রোগ্রামে ১৭তম ব্যাচে ভর্তির প্রক্রিয়া শুরু হয়েছে।

  • ভর্তির যোগ্যতা: জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীন যেকোনো কলেজ থেকে বিএ/বিএসসি/বিএসএস/বিকম (পাস) অথবা স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক (সম্মান) ডিগ্রি। মাধ্যমিক থেকে স্নাতক পর্যন্ত সনাতন পদ্ধতিতে/গ্রেডিং পদ্ধতিতে ন্যূনতম ৬ পয়েন্ট।

  • ভর্তির আবেদনপত্র ৭ জুন পর্যন্ত বিভাগীয় অফিস থেকে সংগ্রহ ও জমা দেওয়া যাবে।

  • যোগাযোগ: কক্ষ নং ১৩০, রবীন্দ্রভবন, ফোন: ০৭২১–৭১১১৩৭ (অফিস), রাজশাহী বিশ্ববিদ্যালয়।

বিভিন্ন বিভাগে যোগাযোগের জন্য:

  1. অর্থনীতি বিভাগ: ০১৭৭১৩৪৭৫১৯ (সভাপতি)

  2. রাষ্ট্রবিজ্ঞান বিভাগ: ০৭২১৭১১১৫০

  3. সমাজকর্ম বিভাগ: ০৭২১৭১১১৫৮

  4. সমাজবিজ্ঞান বিভাগ: ০৭২১৭১১১৫৯

  5. গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগ: ০৭২১৭১১১৩৬

  6. ইনফরমেশন সায়েন্স এন্ড লাইব্রেরী ম্যানেজমেন্ট বিভাগ: ০৭২১৭১১১৩৭

  7. লোক প্রশাসন বিভাগ: ০৭২১৭১১১৩৮

  8. ফোকলোর বিভাগ: ০৭২১৭১১১৫১

Also Read: পোস্ট গ্রাজুয়েট ডিপ্লোমা ইন মেডিকেল আলট্রাসাউন্ড প্রোগ্রামে বাউবিতে ভর্তি