Thank you for trying Sticky AMP!!

সপ্তম শ্রেণির নতুন বই - বাংলা | অধ্যায় ১ : মর্যাদা অনুযায়ী সর্বনাম ও ক্রিয়ার প্রয়োগ

সপ্তম শ্রেণির পড়াশোনা

২. মর্যাদা অনুযায়ী সর্বনাম ও ক্রিয়ার প্রয়োগঃ

নানা আমাকে দেখে খুব খুশি হলো (হলেন)। তবু তিনি বলল (বললেন), ‘তুই আবার আসতে গেলে (গেলি) কেন? ‘নানা আমাকে আদর করে তুই করে বলে (বলেন)। আমি ছোটবেলায় নানাকে তুমি করে বলতাম। এখন তাকে (তাঁকে) আপনি করে বলি। আমি নানার কথার উত্তরে বললাম, ‘নানাভাই, আপনি দ্রুত সুস্থ হয়ে যাবে (যাবেন)।’ খানিক বাদে একজন নার্স এসে নানাকে ওষুধ খাইয়ে গেল (গেলেন)। সে (তিনি) বললেন কাল নানাকে হাসপাতাল থেকে ছেড়ে দেবে। সন্ধ্যার আগে আগে বড় মামা যাওয়ার জন্য উঠে দাঁড়ালেন। তারপর বলল (বললেন), ‘চলো (চল)এবার যাই; কাল সকালে আবার আসিস।’ আমি বললাম, ‘চলো (চলুন), মামা।’

জাহিদ হোসেন, সিনিয়র শিক্ষক, বিয়াম মডেল স্কুল অ্যান্ড কলেজ, ঢাকা