Thank you for trying Sticky AMP!!

এসএসসি ২০২৪ - কৃষিশিক্ষা | অধ্যায় ২ : বহুনির্বাচনি প্রশ্ন (১-১০)

পূর্ণাঙ্গ সিলেবাস অনুসারে

অধ্যায় ২

১. পুকুরের পানিতে দ্রবীভূত কোন জিনিস মাছ চাষের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ?

ক. অক্সিজেন খ. নাইট্রোজেন

গ. জৈব সার ঘ. প্ল্যাঙ্কটন

২. পুকুরের পাড়গুলোর কত হারে ঢালু হলে সবচেয়ে ভালো?

ক. ১:২ হারে

খ. ১:৩ হারে

গ. ২:৩ হারে

ঘ. ২:৪ হারে

৩. বাংলাদেশে স্বাদু পানির মাছের মধ্যে কত প্রজাতির মাছ বিপন্ন?

ক. ২১ টি খ. ২৪টি

গ. ২৬টি ঘ. ৩০টি

৪. বাংলাদেশে স্বাদু পানির মাছের মধ্যে কত প্রজাতির মাছ ঝুঁকিপূর্ণ?

ক. ১০টি খ. ১২টি

গ. ২৫টি ঘ. ১৬টি

৫. হাঁস–মুরগির খামার পরিচালনায় মোট খরচের শতকরা কত ভাগ খাদ্য ক্রয় খাতের?

ক. ৫০% খ. ৬০%

গ. ৭০% ঘ. ৮০%

Also Read: এসএসসি ২০২৪ - গার্হস্থ্য বিজ্ঞান | অধ্যায় ৫ : বহুনির্বাচনি প্রশ্ন (১-১০)

৬. নিচের কোনটি ‘জলজ পাখি’ বলা হয়?

ক. মুরগি খ. হাঁস

গ. মাছরাঙা ঘ. পানকৌড়ি

৭. সবুজ ঘাসে শতকরা কত ভাগ আর্দ্রতা থাকে?

ক. ৪০-৫০% খ. ৪৫-৬৫%

গ. ৬৫-৭৫% ঘ. ৭৫-৮০%

৮. ভালো মানের ‘হে’ তে সর্বোচ্চ শতকরা কতভাগ অার্দ্রতা থাকে?

ক. ১০-২০% খ. ২০-২৫%

গ. ২৫-৩০% ঘ. ৩৫-৪৫%

৮. সাধারণত ঝুঁকি বলতে কী বোঝায়?

ক. খারাপ কোনো কিছু ঘটার নিশ্চয়তা

খ. খারাপ কোনো কিছু ঘটার আশঙ্কা

গ. কোনো কিছু ঘটার সম্ভাবনা

ঘ. ভালো কোনো কিছু ঘটার নিশ্চয়তা

৯. যদি কোম্পানি কোনো বহিঃস্থ অর্থায়ন না করে, তাহলে মুনাফাসংক্রান্ত যে অনিশ্চয়তা তৈরি হয়, তাকে কী বলে?

ক. অভ্যন্তরীণ ঝুঁকি

খ. ব্যবসায়িক ঝুঁকি

গ. বহিঃস্থ ঝুঁকি

ঘ. অপূরণীয় ঝুঁকি

১০. কারবারে বহিঃস্থ উৎস থেকে অর্থায়ন করলে কোন ধরনের ঝুঁকি সৃষ্টি হয়?

ক. আর্থিক ঝুঁকি খ. মৌলিক ঝুঁকি

গ. ফটকা ঝুঁকি ঘ. ব্যবসায়িক ঝুঁকি

সঠিক উত্তর

অধ্যায় ২: ১.ক ২.ক ৩.ঘ ৪.গ ৫.গ ৬.খ ৭.ঘ ৮.খ ৮.খ ৯.খ ১০.ক

মো. শফিকুল ইসলাম ভূঞা, সিনিয়র শিক্ষক, ঢাকা ক্যান্টনমেন্ট গার্লস পাবলিক স্কুল অ্যান্ড কলেজ, ঢাকা

Also Read: এসএসসি ২০২৪ - বাংলা ১ম পত্র | নিমগাছ : বহুনির্বাচনি প্রশ্ন (৩১-৩৭)