১৬১. অনলাইনে কেনাবেচার মাধ্যম হলো—
i. ক্রেডিট কার্ড
ii. আইডি কার্ড
iii. ডেবিট কার্ড
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii খ. i ও iii
গ. ii ও iii ঘ. i, ii ও iii
১৬২. পণ্যের বিজ্ঞাপন প্রচারের মাধ্যম—
i. টিভি
ii. ওয়েবসাইট
iii. সংবাদপত্র
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii খ. i ও iii
গ. ii ও iii ঘ. i, ii ও iii
নিচের অনুচ্ছেদটি পড়ে ১৬৩ ও ১৬৪ নম্বর প্রশ্নের উত্তর দাও।
দরজায় কলিং বেল বাজতেই অহনা দরজা খুলে দেখতে পেল অনলাইনে অর্ডার করা তার এক সেট বই নিয়ে একজন হাজির। তখন সে বইয়ের মূল্য পরিশোধ করে বইগুলো সংগ্রহ করল।
১৬৩. অহনা কোন পদ্ধতিতে মূল্য পরিশোধ করল?
ক. ডেবিট কার্ড খ. ক্রেডিট কার্ড
গ. COD ঘ. মোবাইল ব্যাংকিং
১৬৪. এই পদ্ধতিতে অহনা আর যা যা ক্রয় করতে পারবে—
i. খাবার
ii. শৌখিনসামগ্রী
iii. ইলেকট্রনিকস পণ্য
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii খ. i ও iii
গ. ii ও iii ঘ. i, ii ও iii
১৬৫. কম্পিউটারে বিভিন্ন ধরনের কাজের জন্য কী তৈরি করা হয়েছে?
ক. ই-কমার্স
খ. ইন্টারনেট
গ. অ্যাপ্লিকেশন সফটওয়্যার
ঘ. অফিস
১৬৬. নিচের কোনটি বিশেষায়িত সফটওয়্যার?
ক. ব্যাংকিং সফটওয়্যার
খ. ওয়ার্ড প্রসেসর
গ. এক্সেল
ঘ. ডেটাবেইস
১৬৭. ঘরে বসে অনলাইনে কাজের বিনিময়ে অর্থ উপার্জনকে কী বলে?
ক. ফ্রিল্যান্সার খ. আউটসোর্সার
গ. আউটসোর্সিং ঘ. আউটগোয়িং
১৬৮. বিশ্বের সঙ্গে তথ্যপ্রযুক্তিতে তাল মেলাতে হলে বাংলাদেশের এগিয়ে যাওয়ার গতি কেমন হতে হবে?
ক. ধীরগতি খ. বড় বড় লাফ
গ. গতানুগতিক ঘ. দ্রুত
১৬৯. ডিজিটাল শব্দ দ্বারা বোঝায়?
ক. নাম্বার খ. পরিমাণ
গ. দশমিক ঘ. ভগ্নাংশ
১৭০. ডিজিট শব্দের অর্থ—
i. সংখ্যা
ii. অঙ্ক
iii. চিত্র
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii খ. i ও iii
গ. ii ও iii ঘ. i, ii ও iii
সঠিক উত্তর
অধ্যায় ১: ১৬১.খ ১৬২.ঘ ১৬৩.গ ১৬৪.ঘ ১৬৫.গ ১৬৬.ক ১৬৭.গ ১৬৮.খ ১৬৯.ক ১৭০.ক
প্রকাশ কুমার দাস, সহকারী অধ্যাপক, মোহাম্মদপুর প্রিপারেটরি স্কুল অ্যান্ড কলেজ, ঢাকা