Thank you for trying Sticky AMP!!

তথ্য ও যোগাযোগ প্রযুক্তি - দশম শ্রেণি

দশম শ্রেণির পড়াশোনা

অধ্যায় ১

১৫১. বাংলাদেশ রেলওয়ে ট্রেনের টিকিট সংগ্রহের যে সেবা চালু করেছে, তার নাম কী?

ক. ই-টিকিটিং খ. ই-কমার্স

গ. ইন্টারনেট ঘ. রেলওয়ে সার্ভিস

১৫২. E-commerce-এর পূর্ণরূপ কী?

ক. Electro commerce

খ. Electric commerce

গ. Electronic commerce

ঘ. Electronics commerce

১৫৩. কম্পিউটারের সাহায্যে কেনাবেচার পদ্ধতিকে কী বলে?

ক. ইন্টারনেট খ. ই-কমার্স

গ. ই-মেইল ঘ. ওপরের সব কটি

১৫৪. E-commerce ব্যবস্থায় ক্রেতা পণ্যের মূল্য পরিশোধ করেন কীভাবে?

ক. অনলাইন, মোবাইল ব্যাংকিং ও COD পদ্ধতিতে

খ. ব্যাংক চেক

গ. সরাসরি দোকানে গিয়ে

ঘ. ডাক যোগাযোগ

১৫৫. COD-এর পূর্ণরূপ কোনটি?

ক. Cash Over Delivery

খ. Cash On Delivery

গ. Cash Order Delivery

ঘ. Cash Of Delivery

Also Read: তথ্য ও যোগাযোগ প্রযুক্তি - দশম শ্রেণি

১৫৬. COD দ্বারা বোঝায়—

i. প্রাপ্তির পর পরিশোধ

ii. ক্যাশ অন ডেলিভারি

iii. বিল পরিশোধ পদ্ধতি

নিচের কোনটি সঠিক?

ক. i ও ii খ. i ও iii

গ. ii ও iii ঘ. i, ii ও iii

১৫৭. E-commerce ব্যবস্থায় পণ্য প্রাপ্তির পর বিল পরিশোধ করার পদ্ধতিকে কী বলে?

ক. Internet খ. COD

গ. MTS ঘ. ATM

১৫৮. ই-কর্মাসে কয় ধরনের প্রতিষ্ঠান লক্ষ করা যায়?

ক. ১ ধরনের খ. ২ ধরনের

গ. ৩ ধরনের ঘ. ৪ ধরনের

১৫৯. ই-কমার্সের সঙ্গে সম্পর্কযুক্ত শব্দ হলো—

i. ক্রেডিট কার্ড

ii. ডেবিট কার্ড

iii. মোবাইল ব্যাংকিং

নিচের কোনটি সঠিক?

ক. i ও ii খ. i ও iii

গ. ii ও iii ঘ. i, ii ও iii

১৬০. বাংলাদেশে ই-কমার্সের প্রসার ঘটতে থাকে কোন সাল থেকে?

ক. ২০১০-২০১১ খ. ২০১১-২০১২

গ. ২০১৩-২০১৪ ঘ. ২০১৪-২০১৫

সঠিক উত্তর

অধ্যায় ১: ১৫১.ক ১৫২.গ ১৫৩.খ ১৫৪.ক ১৫৫.খ ১৫৬.ঘ ১৫৭.খ ১৫৮.খ ১৫৯.ঘ ১৬০.খ

প্রকাশ কুমার দাস, সহকারী অধ্যাপক, মোহাম্মদপুর প্রিপারেটরি স্কুল অ্যান্ড কলেজ, ঢাকা

Also Read: তথ্য ও যোগাযোগ প্রযুক্তি - দশম শ্রেণি