Thank you for trying Sticky AMP!!

বহুনির্বাচনি প্রশ্ন (৩১-৪০) : অধ্যায় ৪ | জীববিজ্ঞান ১ম পত্র - এইচএসসি ২০২৪

পুনর্বিন্যাসকৃত সিলেবাস অনুসারে

অধ্যায় ৪

অনুচ্ছেদটি পড়ে ৩১ ও ৩২ নম্বর প্রশ্নের উত্তর দাও।

নেহার হঠাৎ করে মাথাব্যথা, মাংসপেশিতে ব্যথা, হাড়ে ব্যথা, ক্ষুধামান্দ্য এবং বমি বমি ভাব দেখা দেয়।

৩১. নেহা কোন রোগে আক্রান্ত হয়েছে?

ক. ইনফ্লুয়েঞ্জা খ. হেপাটাইটিস

গ.এইডস ঘ. ডেঙ্গু

৩২. নেহা যদি সময়মতো সঠিক চিকিৎসা না নেয় তাহলে—

i. লিভার ক্যানসার হতে পারে

ii. ব্লাড ক্যানসার হতে পারে

iii. লিভার সিরোসিস হতে পারে

নিচের কোনটি সঠিক?

ক. i ও ii খ. i ও iii

গ. ii ও iii ঘ. i, ii ও iii

৩৩. কোনটি ম্যালেরিয়া জীবাণুর ডিপ্লয়েড দশা?

ক. স্পোবোজয়েট খ. ক্রিপ্টোজয়েট

গ. ট্রফোজয়েট ঘ. উওকিনেট

উদ্দীপকটি পড়ে ৩৪ ও ৩৫ নম্বর প্রশ্নের উত্তর দাও।

দিশা তার বাবার সঙ্গে গ্রাম ঘুরে দেখছিল। সে দেখল যে একটি পুকুরে পাট ডুবিয়ে রাখা হয়েছে। সে তার বাবাকে এর কারণ জিজ্ঞেস করলে তার বাবা তাকে জানান, এভাবে রাখলে পাটে একধরনের ব্যাকটেরিয়া জন্মায় যা পাট থেকে আঁশ ছাড়াতে সাহায্য করে।

৩৪. দিশার বাবা কোন ব্যাকটেরিয়ার কথা বলেছেন?

ক. Clostridium

খ. Lactobacillus

গ. Pseudomonas

ঘ. Azotobacter

৩৫. উক্ত গণের ব্যাকটেরিয়া একটি প্রজাতি মানবদেহে নিচের কোন রোগটির সংক্রমণ ঘটায়?

ক. ধনুষ্টংকার খ. কলেরা

গ. টাইফয়েড ঘ. যক্ষ্মা

Also Read: বহুনির্বাচনি প্রশ্ন (৬১-৭০) : সিরাজউদ্দৌলা | বাংলা ১ম পত্র - এইচএসসি ২০২৪

৩৬. কোন অংশ দ্বারা ব্যাকটেরিয়া পোষক কোষে আবদ্ধ হয়?

ক. ফ্লাজেলা খ. স্পাইক

গ. ক্যাপসিড ঘ. পিলি

৩৭. কোন ভাইরাসে একসূত্রক DNA পাওয়া যায়?

ক. TMV খ. কলিফায

গ. ভ্যাক্সিনিয়া ঘ. রিও ভাইরাস

৩৮. কোন ভাইরাসটি ঘনক্ষেত্রাকার আকৃতির?

ক. মাম্পস খ. TMV

গ. পোলিও ঘ. ভ্যাকসিনিয়া

৩৯. কোন দশাটি মশকীর লালাগ্রন্থি থেকে মানবদেহে প্রবেশ করে?

ক. ট্রফোজয়েট

খ. ক্রিপ্টোজয়েট

গ. মেরোজয়েট

ঘ. স্পোরোজয়েট

৪০. Plasmodium Vivax-এর গ্যামিটোগনি কোথায় সম্পন্ন হয়?

ক. মানুষের যকৃৎ

খ. মশকীর ক্রপে

গ. মশকীর লালাগ্রন্থিতে

ঘ. মানুষের লোহিত কণিকায়

সঠিক উত্তর

অধ্যায় ৪: ৩১.খ ৩২.খ ৩৩.ঘ ৩৪.ক ৩৫.ক ৩৬.ঘ ৩৭.খ ৩৮.ঘ ৩৯.ঘ ৪০.খ

মোহাম্মদ আক্তার উজ জামান, প্রভাষক, সরকারি রূপনগর মডেল স্কুল অ্যান্ড কলেজ, ঢাকা

Also Read: বহুনির্বাচনি প্রশ্ন (৭১-৮০) : সিরাজউদ্দৌলা | বাংলা ১ম পত্র - এইচএসসি ২০২৪