৫১। প্রশ্ন: ৩০ দিন = কত সেকেন্ড?
উত্তর: ২৫,৯২,০০০ সেকেন্ড
৫২। প্রশ্ন: ১ ঘণ্টা = কত মিনিট?
উত্তর: ৬০ মিনিট
৫৩। প্রশ্ন: ১ দিন = কত ঘণ্টা?
উত্তর: ২৪ ঘণ্টা
৫৪। প্রশ্ন: ১ মাস = কত দিন?
উত্তর: ৩০ দিন
৫৫। প্রশ্ন: ১ বছর = কত দিন?
উত্তর: ৩৬৫ দিন
৫৬। প্রশ্ন: ১,০০০ ঘণ্টায় কত মাস, কত দিন, কত ঘণ্টা?
উত্তর: ১ মাস, ১১ দিন, ১৬ ঘণ্টা
৫৭। প্রশ্ন: ৫ মাসে কত ঘণ্টা?
উত্তর: ৩,৬০০ ঘণ্টা
৫৮। প্রশ্ন: ২ বছরে কত ঘণ্টা?
উত্তর: ১৭,৫২০ ঘণ্টা
৫৯। প্রশ্ন: ২৪ ঘণ্টা সময়সূচিতে কোন সময়কে ১ দিন ধরা হয়?
উত্তর: ২৪ ঘণ্টা সময়সূচিতে রাত ১২টার পর থেকে পরদিন রাত ১২টা পর্যন্ত ২৪ ঘণ্টা সময়কে ১ দিন ধরা হয়, যা ২৪ ঘণ্টায় বিভক্ত।
৬০। প্রশ্ন: ২৪ ঘণ্টা সময়সূচিতে ঘণ্টা ও মিনিটকে কয় অঙ্কে প্রকাশ করা হয়?
উত্তর: দুই অঙ্কে
খন্দকার আতিক, শিক্ষক, উইল্স লিট্ল ফ্লাওয়ার স্কুল অ্যান্ড কলেজ, ঢাকা
◀ সংক্ষিপ্ত প্রশ্নোত্তর (৩১-৪০)