Thank you for trying Sticky AMP!!

এসএসসি ২০২৩ - ব্যবসায় উদ্যোগ | অধ্যায় ৫ : বহুনির্বাচনি প্রশ্ন (১১-২০)

পুনর্বিন্যাসকৃত সিলেবাস অনুসারে

অধ্যায় ৫

১১. কপিরাইট আইন ২০০৫ অনুসারে লেখকের জীবনকালীন ও মৃত্যুর পর কত বছর পর্যন্ত কপিরাইট সংরক্ষিত থাকে?

ক. ১০ খ. ২০

গ. ৪০ ঘ. ৬০

১২. বিমা চুক্তি যে দলিল দ্বারা সম্পাদিত হয়, তাকে কী বলে?

ক. চুক্তিপত্র খ. বিমাপত্র

গ. বিমা চিঠি ঘ. আবেদনপত্র

১৩. বিমা কী হিসেবে গণ্য?

ক. ঝুঁকি খ. ক্ষতি

গ. ব্যবসায় ঘ. চাকরি

১৪. বাংলাদেশে কোন সালের পেটেন্ট ও ডিজাইন আইন চালু রয়েছে?

ক. ১৯০১ খ. ১৯১১

গ. ২০০১ ঘ. ২০১১

১৫. কোনো পণ্যকে অন্যের অনুরূপ পণ্য হতে স্বতন্ত্র করে কোনটি?

ক. ট্রেডমার্ক খ. সার্ভিসমার্ক

গ. পেটেন্ট ঘ. কপিরাইট

১৬. বিমার প্রয়োজন হয়—

i. ভবিষ্যৎ অনিশ্চয়তার জন্য

ii. বর্তমানে সচ্ছলভাবে চলার জন্য

iii. ভবিষ্যতের সঞ্চয়ের জন্য

নিচের কোনটি সঠিক?

ক. i ও ii খ. i ও iii

গ. ii ও iii ঘ. i, ii ও iii

নিচের উদ্দীপকটি পড়ে ১৭ ও ১৮ নম্বর প্রশ্নের উত্তর দাও:

গার্মেন্টস ব্যবসায়ী সালমানকে শিপমেন্টের জন্য প্রচুর তৈরি পোশাক মজুত রাখতে হয়। পণ্যের নিরাপত্তার কথা ভেবে তিনি বিমাব্যবস্থা গ্রহণ করেন।

১৭. বিমা কোন ধরনের প্রতিবন্ধকতা দূর করে?

ক. ঝুঁকিগত খ. জ্ঞানগত

গ. স্বত্বগত ঘ. সময়গত

১৮. জনাব সালমান কোন ধরনের বিমা গ্রহণ করেছেন?

ক. জীবন খ. দুর্ঘটনা

গ. নৌ ঘ. অগ্নি

১৯. ফ্র্যাঞ্চাইজিং ব্যবসায়ের প্রধান উদ্দেশ্য কী?

ক. ব্র্যান্ডেড পণ্য

খ. পণ্যের স্বীকৃত মান

গ. অর্থ উপার্জন

ঘ. পুঁজি সরবরাহ

২০. কপিরাইট চুক্তিপত্রে উল্লেখ থাকে—

i . মেয়াদ

ii. রেজিস্ট্রেশন

iii. রয়ালটির পরিমাণ

নিচের কোনটি সঠিক?

ক. i ও ii খ. i ও iii

গ. ii ও iii ঘ. i, ii ও iii

সঠিক উত্তর

অধ্যায় ৫: ১১.ঘ ১২.খ ১৩.গ ১৪.খ ১৫.ক ১৬.খ ১৭.ক ১৮.ঘ ১৯.গ ২০.খ

মো. আলতাফ হোসেন, প্রভাষক, বীরশ্রেষ্ঠ মুন্সী আব্দুর রউফ পাবলিক কলেজ, ঢাকা

◀ বহুনির্বাচনি প্রশ্ন (১-১০)