Thank you for trying Sticky AMP!!

ভূগোল ১ম পত্র - এইচএসসি ২০২৪

পুনর্বিন্যাসকৃত সিলেবাস অনুসারে

অধ্যায় ৩

১. পৃথিবীর ভূত্বক কয়টি বৃহৎ প্লেট দ্বারা গঠিত?

ক. ৫টি খ. ৭টি

গ. ৯টি ঘ. ১১টি

২. গিরিজনি আলোড়ন সংঘটিত হয় কীভাবে?

ক. আনুভূমিকভাবে খ. উল্লম্বভাবে

গ. আড়াআড়িভাবে ঘ. বিপরীতভাবে

৩. গিরিজনি আলোড়নের সঙ্গে জড়িত মতবাদ—

i. প্লেট সঞ্চালন

ii. পরিচলন স্রোত

iii. মহীভাবক আলোড়ন

নিচের কোনটি সঠিক?

ক. i ও ii খ. i ও iii

গ. ii ও iii ঘ. i, ii ও iii

৪. মহাদেশীয় এবং মহাসাগরীয় প্লেটের গতির কারণ—

i. পরিচলন স্রোত

ii. ভূমিকম্প

iii. ঘনত্বের তারতম্য

নিচের কোনটি সঠিক?

ক. i ও ii খ. i ও iii

গ. ii ও iii ঘ. i, ii ও iii

৫. জাপানে বছরে কয়টি ভূমিকম্প সংঘটিত হয়?

ক. প্রায় ৬০০০টি খ. প্রায় ৬৫০০টি

গ. প্রায় ৭০০০টি ঘ. প্রায় ৭৫০০টি

৬. কত সালের ভূমিকম্পে আসামের দিবং নদীর গতি পরিবর্তিত হয়?

ক. ১৮৯৯ সালের খ. ১৯২০ সালের

গ. ১৯৫০ সালের ঘ. ১৯৫২ সালের

৭. ভূমিকম্প মাপক যন্ত্রের নাম কী?

ক. সিসমোগ্রাফ খ. ব্যারোমিটার

গ. ক্রনোমিটার ঘ. ল্যাকটোমিটার

৮. বিচূর্ণীভবন কত প্রকার?

ক. ২ প্রকার খ. ৩ প্রকার

গ. ৪ প্রকার ঘ. ৫ প্রকার

সঠিক উত্তর

অধ্যায় ৩: ১.খ ২.ক ৩.ক ৪.ঘ ৫.ঘ ৬.গ ৭.ক ৮.খ

মো. শাকিরুল ইসলাম, প্রভাষক, ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজ, ঢাকা